ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেনীতে প্রতিপক্ষের হাতে যুবলীগ কর্মী নিহত ॥ ইউপি কার্যালয়ে আগুন

প্রকাশিত: ০৪:৩০, ২৯ জুন ২০১৭

ফেনীতে প্রতিপক্ষের হাতে যুবলীগ কর্মী নিহত ॥ ইউপি কার্যালয়ে আগুন

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৮ জুন॥ সদর থানার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা যুবলীগ কর্মী আবদুল করিমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার জের ধরে নিহত আবদুল করিমের সমর্থকরা ধর্মপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর করে অগ্নি সংযোগ করে। থানা পুলিশ জানায়, ধর্মপুর ইউনিয়নের আবদুল হকের পুত্র আবদুল করিমকে বুধবার ভোরে দুর্বৃত্তরা পিটিয়ে ও মাথায় ধারালো বস্তুর আঘাতে আহত করে। তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বুধবার দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা ধর্মপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর করে অগ্নি সংযোগ করে। তবে আগুনে তেমন ক্ষতি হওয়ার আগেই দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। কাহারোলে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত ২০ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঈদের দিন সন্ধ্যার পর কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হন। এদের মধ্যে ৯ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে তার পছন্দের প্রার্থীকে মনোনীত করার দাবি করলে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক আপত্তি তোলেন। এ নিয়ে ২ পক্ষের মধ্যে কদিন ধরে ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে সোমবার ঈদের দিন সন্ধ্যায় গড়েয়াবাজারে ডেকে নিয়ে আনোয়ার হোসেন মানিককে মারধর করে হামিদুলের সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ভাতগাঁ ও হোসেনপুর গ্রামের মানুষ। সংঘর্ষের খবর পেয়ে সোমবার রাতে অতিরিক্ত দাঙ্গা পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কাহারোল থানা পুলিশ।
×