ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কামারখন্দে টাকা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ০৪:৩০, ২৯ জুন ২০১৭

কামারখন্দে টাকা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত এক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বুধবার দুপুরে সামাজিক দরবারের টাকা ভাগবাটোয়ারা নিয়ে কামারখন্দ উপজেলার পাইকশা বাজারে আওয়ামী লীগের বাগবাড়ি ও পাইকশা গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ফরিদুল ইসলাম নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। কমপক্ষে দশটি দোকান ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে আব্দুর রশিদ, শিপন, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, ইমরুল হাসান, আব্দুল মজিদকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বউ তালাকের দরবারের টাকার ভাগবাটোয়ারা নিয়ে সরকারদলীয় নেতাকর্মীদের মধ্যে শনিবার কামারখন্দ উপজেলার বাগবাড়ি গ্রামের যুবলীগ নেতা বাবুর সঙ্গে পাইকশা গ্রামের আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলীর কথা কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আলীকে পিটিয়ে আহত করা হয়। বুধবার সকালে আসামিরা সিরাজগঞ্জ আদালত থেকে জামিন নিয়ে বাগবাড়িতে সমবেত হয়। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাইকশা বাজারে হামলা চালায়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। লক্ষ্মীপুর এলডিপি নেতার বাসায় হামলা, আহত ১০ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুর এলডিপি যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। এদের মধ্যে কাউছার মাল ও আজিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একই সময় রামগঞ্জে একটি রেস্তরাঁয় ছাত্রদল কর্মীদের হামলা চালিয়ে মারধর করা হয়েছে।
×