ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতি করে আয়োজক হয়েছে কাতার!

প্রকাশিত: ০৪:২০, ২৯ জুন ২০১৭

দুর্নীতি করে আয়োজক হয়েছে কাতার!

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২২ বিশ্বকাপ হবে কাতারে। কিন্তু দেশটির স্বাগতিক হওয়ার পেছনে নাকি দুর্নীতি দায়ী। এমন অভিযোগ আগেও উঠেছে। সাম্প্রতিক সময়ে আবারও শোনা যাচ্ছে, দুর্নীতি করে আয়োজক হয়েছে কাতার। কাতার বিশ্বকাপের নিলামে পরতে পরতে ছিল দুর্নীতি। জার্মানির পত্রিকা বিল্ড দাবি করছে, এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল ১০ বছরের এক মেয়েও। মেয়েটি ফিফারই কোন এক কর্মকর্তার সন্তান। নিলামের তদন্ত প্রতিবেদন গোপন করতে মেয়েটিকে দুই মিলিয়ন ইউএস ডলার ঘুষ দেয়া হয় বলে বিল্ডের খবরে দাবি করা হয়েছে। পত্রিকাটি বলছে, ২০২২ সালে কাতার আয়োজক দেশ হওয়ার পর নিলামের তদন্ত করতে ফিফা দায়িত্ব দেয় মিসেলে গার্সিয়াকে। আমেরিকান ওই আইনজীবী আসল প্রতিবেদন গোপন করেন। সেই প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করার কথা জার্মানির এই পত্রিকার। গার্সিয়া ২০১৪ সালের ডিসেম্বরে তোপের মুখে পদত্যাগ করেন। নিলাম পদ্ধতি ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারেননি, এই অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ পোথাস স্পোর্টস রিপোর্টার ॥ গ্রাহাম ফোর্ড সরে যাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিক পোথাস। লঙ্কান জাতীয় দলে ফিল্ডিং কোচ হিসেবে ফোর্ডের সহযোগী ছিলেন পোথাস। গেল বছরের আগস্ট থেকে লঙ্কানদের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন ৪৩ বছর বয়সী পোথাস।
×