ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় ঈদ-উল ফিতর পালিত

প্রকাশিত: ০৪:১৪, ২৯ জুন ২০১৭

ভিয়েনায় ঈদ-উল ফিতর পালিত

এক মাস সংযম সাধনার পর অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশী মুসলমানরা ২৫ জুন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন। প্রবাসী বাংলাদেশী মুসলিম সম্প্রদায় পরিচালিত পাঁচটি মসজিদে এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে ভিড় ছিল উপচেপড়া। এর মধ্যে বেশ কিছু মুসল্লি ছিলেন অন্যান্য মুসলিম কমিউনিটির। ভিয়েনার প্রাণকেন্দ্রে বাংলাদেশীদের অর্থে ক্রয় করা জমির ওপর নির্মিত ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম’ এ স্থানীয় সময় সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা ড. ফারুক আল মাদানি, দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা সাইদুর রহমান আল আজাহারী, তৃতীয় জামাতে ইমামতি করেন মাওলানা গোলামুর রহমান আল আজাহারী। প্রধান জামাতে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার কাউন্সিলর শাবাব বিন আহমেদ, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সহসভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, এমরান হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম ভিয়েনার কর্মকর্তা আবিদ হোসেন খান তপন, হেলালউদ্দিন, জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা জোবায়ের খান শূয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। -বিজ্ঞপ্তি বুলবুল আইফেক্স কাউন্সিল সদস্য নির্বাচিত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার আন্তর্জাতিক নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন (আইএফইএক্স-আইফেক্স) এর কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। মধ্য জুনে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত আইফেক্স’র দ্বিবার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি। ৮৪ দেশের ১০৪ সংগঠনের প্রতিনিধি গোপন ব্যালটে ভোট দিয়ে আগামী দুইবছর মেয়াদের জন্য ২১ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১৩ জনকে নির্বাচন করেন। বিশ্বজুড়ে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করে এমন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠনগুলোর ফেডারেশন হিসেবে কাজ করে আইফেক্স। এর সদর দফতর কানাডায়। নির্বাচিত ১৩ সদস্যের কাউন্সিল এর পরিচালনা পরিষদ হিসেবে কাজ করে। সাধারণ সভার আগে তিন দিন ধরে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার সর্বশেষ চিত্র নিয়ে আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছাড়াও বিশ্বমানের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা অংশ নেন। আলোচনায় সঙ্কটের ভয়াবহতা ও সঙ্কট নিরসনের কৌশল নিয়েও সিদ্ধান্ত হয়। এবারের সভায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আরও ১৭টি সংগঠনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নবনির্বাচিত কাউন্সিলের প্রথম সভায় সাধারণ সভায় গৃহীত কৌশল বাস্তবায়নে কর্মপদ্ধতি চূড়ান্ত চূড়ান্ত করা হয়। -বিজ্ঞপ্তি
×