ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে রিজেন্ট টেক্সটাইলের

প্রকাশিত: ০৩:৪৯, ২৯ জুন ২০১৭

অকারণে দর বাড়ছে রিজেন্ট টেক্সটাইলের

পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের শেয়ার মূল্যে সাম্প্রতিক যে উল্লম্ফন ঘটেছে, তার পেছনে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানের জবাবে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। গত ২১ জুন ডিএসই কোম্পানিটির কাছে এক চিঠিতে তাদের কোন মূল্য সংবেদনশীল তথ্য আছে কি-না তা জানতে চেয়েছিল। ঈদের ছুটির আগে ১৮, ১৯ ও ২০ জুন টানা দর বেড়েছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের। তিন দিনে শেয়ারের দাম বাড়ে প্রায় ১৫ শতাংশ। এরই পরিপ্রেক্ষিতে ডিএসই কোম্পানির কাছে চিঠি দিয়ে জানতে চায়, তাদের কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য আছে কি-না। -অর্থনৈতিক রিপোর্টার নগদ লভ্যাংশ পাঠিয়েছে জিএসপি ফাইন্যান্স সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। -অর্থনৈতিক রিপোর্টার
×