ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১১ মাসে বিদেশী বিনিয়োগ বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৮, ২৯ জুন ২০১৭

১১ মাসে বিদেশী বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের পুঁজিবাজারে বিদেশী নিট বিনিয়োগ বেড়েছে। গত অর্থবছরের তুলনায় এই নিট বিনিয়োগ বেড়েছে ২৮৫ দশমিক ৪২ শতাংশ বা ১ হাজার ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট বিদেশী নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৮ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ২৪৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৮৭ কোটি ৩০ লাখ ৬২ হাজার ৬৪১ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১১ মাসে বিদেশী পোর্টফোলিওতে মোট লেনদেন হয়েছে ৮ হাজার ৯৩৬ কোটি ৭৪ লাখ ৪ হাজার টাকা। এর মধ্যে পোর্টফোলিওতে শেয়ার ক্রয় করা হয়েছে ৫ হাজার ৪০৭ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ১৫৪ টাকা। আর এর বিপরীতে পোর্টফোলিওতে শেয়ার বিক্রয় করা হয়েছে ৩ হাজার ৫২৯ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৯০৯ টাকা। এ সময়ে শেয়ার বিক্রির চেয়ে কেনার হার বেড়েছে ৫৩ দশমিক ২২ শতাংশ বা ১ হাজার ৮৭৮ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকা। ডিএসইর তথ্যে দেখা যায় সব চেয়ে বেশি নিট বিনিয়োগ এসেছে ডিসেম্বর ও মার্চ মাসে। এই ২ মোট নিট বিনিয়োগ ছিল ৭০০ কোটি টাকার ওপরে। তবে সব চেয়ে নিট বিনিয়োগ কমেছিল আগস্ট মাসে। আলোচ্য মাসে বিদেশী নিট বিনিয়োগ নেতিবাচক ছিল ৩ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা। আগামী ২২ জুলাই রাজশাহীতে শিক্ষা কনফারেন্স করবে কমিশন অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী ২২ জুলাই রাজশাহীর সাহেববাজারে মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে বিনিয়োগকারী ও উদ্যোক্তা শিক্ষা কনফারেন্স করবে। কনফারেন্সটির উদ্বোধন করবেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। কমিশনের মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া কনফারেন্সটি দুটি সেশনে বিভক্ত থাকবে।
×