ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৬৭.৫ ভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৭, ২৯ জুন ২০১৭

পুঁজিবাজারে ৬৭.৫ ভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল ফিতরের পর প্রথম কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারেই ছিল উর্ধমুখী প্রবণতা। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসইতে মোট ৬৭.৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক বেড়েছে ১৫৪ পয়েন্ট। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৮ কোটি টাকা। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি টাকা। আইডিএলসি ইনভেস্টমেন্টর বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঈদের ছুটির পর নতুন উদ্যোমে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে। চলতি অর্থবছরের শেষের দিকে নতুন বিনিয়োগে কর অব্যাহতি এবং জুন ক্লোজিংকে কেন্দ্র করে বাজারে উর্ধমুখী প্রবণতা বজায় রয়েছে। তবে উর্ধমুখী প্রবণতাতেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে গেছে মূলত ছুটির আমেজের কারণে। তবে ব্যাংক ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। উভয় খাতই ১৬ শতাংশ করে লেনদেন করেছে। দিনটিতে মোট ২২১টি কোম্পানির দর বেড়েছে এবং ৭৪টি কোম্পানির দর কমেছে। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৪ পয়েন্টে। লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, রিজেন্ট টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, প্রাইম ব্যাংক, এএফসি এ্যাগ্রো, ইফাদ অটো, ডরিন পাওয়ার ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মিথুন নিটিং, পিএফআই মিউচুয়াল ফান্ড, গোল্ডেন হার্ভেস্ট, পেনিনসুলা চট্টগ্রাম, গোল্ডেনসন, রহিম টেক্সটাইল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, আলহাজ টেক্সটাইল ও জেমিনি সী ফুড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, নুরানী ডাইং, সাউথইস্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, আইএসএন, ঢাকা ইন্স্যুরেন্স, সামাতা লেদার, তাকাফুল ইন্স্যুরেন্স ও ডেফোডিল কম্পিউটার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিটি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইনান্স, প্রিমিয়ার ব্যাংক, এনসিসি ব্যাংক, ফার্স্ট ব্যাংক, বেক্সিমকো, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রাইম ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।
×