ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্কুলছাত্রীর বিয়ে!

প্রকাশিত: ০৩:৪২, ২৯ জুন ২০১৭

স্কুলছাত্রীর বিয়ে!

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৮ জুন ॥ মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের রিপন মোল্লার মেয়ে ও পাতাকাটা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী সীমাকে (১৩) হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে স্বপন হাওলাদারের (২৫) সঙ্গে বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে। জানা গেছে, উপজেলার পুর্বপাতাকাটা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ুয়া সীমাকে পার্শ্ববর্তী ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের স্বপন হাওলাদারের সঙ্গে মঙ্গলবার দুপুরে বরের বাড়ির মসজিদে (মীরা বাড়ি মসজিদ) বিয়ের আয়োজন করা হয়। এ বিয়ের কাজ সম্পন্ন করেন খালেক শরীফ ও মসজিদের ইমাম শহীদুল ইসলাম। ভিজিডির চাল জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৮ জুন ॥ ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোঃ বাবুল নামে এক ব্যক্তির ঘর থেকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৪৫০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ওই চাল জব্দ করে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে ৭নং ওয়ার্ডের কাজল আমিনের বাড়িতে মেম্বার ফখরুলের মামাত ভাই বাবুলের ঘরে সরকারী ভিজিডির ৩০ কেজি ওজনের ১৫ বস্তা চাল মজুদ করা হয়। স্থানীয় এলাকাবাসী ওই চাল আটক করে পুলিশকে জানালে পুলিশ ওই চাল জব্দ করে। এ ঘটনায় কাঞ্চন মাঝি নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
×