ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৌসিফের ঈদ এ্যালবাম ‘অবশেষে’

প্রকাশিত: ০৩:৩৭, ২৯ জুন ২০১৭

তৌসিফের ঈদ এ্যালবাম ‘অবশেষে’

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৬ বছর পর জি সিরিজ থেকে প্রকাশ হয়েছে তরুণ কণ্ঠশিল্পী তৌসিফের একক এ্যালবাম ‘অবশেষে’। এ্যালবামের সব গানই লিখেছেন তরুণ গীতিকবি মাহতাব হোসেন। নামকরণের উদ্দেশ্য হলো দীর্ঘদিন পর নিজের মধ্যেই অবশেষে তৌসিফের ফিরে আসা। এমনটাই তৌসিফ জানিয়েছেন। এ্যালবামের সব গান যথারীতি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তৌসিফ নিজেই। এটা তৌসিফের ক্যারিয়ারের দ্বাদশ এ্যালবাম। ‘অবশেষে’ এ্যালবাম প্রসঙ্গে তৌসিফ বলেন, ভক্ত-শ্রোতারা অনেক দিন আমাকে পায়নি যেমনটা চেয়েছিল তৌসিফকে। মাঝে বেশ কিছুটা সময় অতিবাহিত হলো। অবশেষে আমার প্রিয় শ্রোতাদের অপেক্ষার অবসান হলো ‘অবশেষে’ এ্যালবামের মাধ্যমে। গীতিকার মাহতাব হোসেনের কথার আমার ভীষণ ভাল লেগেছে সুর ও কথার দারুণ সমন্বয় ‘অবশেষে’। এ প্রসঙ্গে গীতিকার মাহতাব হোসেন বলেন, প্রথমবারের মতো একক এ্যালবামের জন্য গান লিখলাম। তৌসিফ অসম্ভব জনপ্রিয় কণ্ঠশিল্পী। আর সাহিত্যনির্ভর গানের কথার প্রতি সে যথেষ্ট আগ্রহী। চেষ্টা করেছি তার গায়কীর কথা চিন্তা করে আমার গানগুলো লেখার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতারা বলবেন। জানা গেছে ২০ জুন থেকে জিপি মিউজিক, রবি ইয়ন্ডার ও সোশ্যাল মিডিয়া ইউটিউবে ‘অবশেষে’ এ্যালবাম মুক্তি দেয়া হয়েছে।
×