ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মস্কো চলচ্চিত্র উৎসবে ‘ডুব’

প্রকাশিত: ০৩:৩৬, ২৯ জুন ২০১৭

মস্কো চলচ্চিত্র উৎসবে ‘ডুব’

স্টাফ রিপোর্টার ॥ রাশিয়ার রাজধানী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে যৌথ প্রযোজনার আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। ২২ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও রাশিয়ার বড় পর্দার তারকারা লাল গালিচায় হাঁটবেন এ আয়োজনে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ভারতীয় নির্মাতা এস এস রাজমৌলীর চলচ্চিত্র ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে আজ প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্র। চলচ্চিত্রটি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। এতে অংশ নিতে ২৭ জুন মস্কো গেছেন চলচ্চিত্রের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এর আগেই চীনের সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে চলচ্চিত্রটি। আর বাংলাদেশ থেকে বুধবার রাতে চীন গেছেন চলচ্চিত্রের বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি যাওয়ার আগে বলেন, ফেস্টিভালের মেইন কম্পিটিশনে নির্বাচিত হয়েছে ‘ডুব’। এ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে চীন রওয়ানা হই। সেখানে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীও ছিলেন। ‘ডুব’ সাংহাই ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনী শেষ করে মস্কোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। আর এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বাংলাদেশী কোন পরিচালকের চলচ্চিত্র মস্কোতে প্রদর্শিত হতে যাচ্ছে। আমি চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী। রুশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মস্কো নগর কর্তৃপক্ষের সহযোগিতায় এই চলচ্চিত্র উৎসব হচ্ছে। আয়োজকরা ওয়েবসাইটে জানান, শুক্রবার থেকে সাধারণ দর্শকরা টিকেট কেটে উৎসবে আসতে পারবেন। এবারে উৎসবের প্রতিযোগিতা বিভাগ স্বল্পদৈর্ঘ্য, কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র-সংবলিত নয়টি দেশের ১৩টি চলচ্চিত্র দিয়ে সাজানো হয়েছে। আজ ২৯ জুন হলিউডের খ্যাতিমান অভিনেত্রী ও পরিচালক সোফিয়া কোপ্পোলার ‘দ্য বিগুইলড’ প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে পূর্ব ইউরোপের নামকরা এই চলচ্চিত্র উৎসব। উল্লেখ্য, ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী ও ভারতের জনপ্রিয় অভিনেতা ইরফান খান প্রমুখ। চলচ্চিত্রটি বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে এসকে মুভিজ। চলচ্চিত্রের সহপ্রযোজক ইরফান খান।
×