ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেনিজুয়েলার সুপ্রীমকোর্টে কপ্টার থেকে গ্রেনেড হামলা

প্রকাশিত: ০৩:৩৫, ২৯ জুন ২০১৭

ভেনিজুয়েলার সুপ্রীমকোর্টে কপ্টার থেকে গ্রেনেড হামলা

ভেনিজুয়েলার সুপ্রীমকোর্টে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টার থেকে গ্রেনেড হামলা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। খবর বিবিসি, গার্ডিয়ান, সিএনএন ও এএফপির। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পুলিশের একটি হেলিকপ্টার শহরের ওপর উড়ছে। সে সময় গুলি ও বিকট শব্দ শোনা গেছে। দেশটির সরকারের ভাষ্য, এক পুলিশ কর্মকর্তা একটি হেলিকপ্টার নিয়ে রাজধানী কারাকাসের আকাশে চক্কর মারেন। তিনি সুপ্রীমকোর্টে হামলা চালানোর চেষ্টা করেন। ওই পুলিশ কর্মকর্তা হেলিকপ্টারটি নিজের দখলে নিয়ে এই কাজ করেছেন বলে ধারণা করা হয়। তিনি সরকারের নিন্দা করে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এ ঘটনায় কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ভেনিজুয়েলায় গত দুই মাসেরও বেশি সময় ধরে প্রতিদিনই সরকারবিরোধী বিক্ষোভ চলছে। দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সরকারী তথ্য অনুযায়ী, গত এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত সহিংসতায় ৭০ জনের বেশি লোক নিহত হয়েছে। টেলিভিশনে প্রেসিডেন্ট প্যালেস থেকে দেয়া এক ভাষণে মাদুরো বলেন, সুপ্রীমকোর্ট ও বিচার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হেলিকপ্টার থেকে গ্রেনেড ফেলা হয়েছে। হামলার পেছনে যে বা যারা আছে, তাদের ধরা হবে। হামলায় কেউ হতাহত হয়নি। একটি গ্রেনেড অবিস্ফোরিত হয়েছে। হামলাকারী পাইলট সাবেক স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী মিগুয়েল রড্রিগেজ টোরেজের সঙ্গে কাজ করত। অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩ অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে হালকা একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন জন নিহত ও অপর একজন আহত হয়েছে। বুধবার সকালে আঞ্চলিক নগরী মাউন্ট গাম্বিয়েরের বাইরে এ দুর্ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ট্র্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে একটি টিবি ১০ টোবাগো বিমান আঞ্চলিক প্রধান নগরীর বাইরে একটি মাঠে বিধ্বস্ত হয়। খবর সিনহুয়া’র। স্থানীয় কাউন্টি ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয়রা দুর্ঘটনাস্থলের কাছে গেলে বিমানটি থেকে ধোঁয়া বের হতে দেখে।
×