ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেগম জিয়াকে মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না ॥ মওদুদ

প্রকাশিত: ২৩:১৯, ২৮ জুন ২০১৭

বেগম জিয়াকে মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না ॥ মওদুদ

অনলাইন ডেস্ক ॥ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, বেগম জিয়াকে মামলা দিয়ে, ফখরুলের ওপর হামলা করে বিএনপিকে দমানো যাবে না। দেশে কোনো গণতন্ত্র নেই, ৫ জানুয়ারি নির্বাচনে ১৫৪টি আসনে কোনো মানুষ ভোট দিতে যায়নি। তাই বর্তমানে যারা মন্ত্রী হিসাবে আছেন তারা সবাই অনির্বাচিত। বর্তমানে তারা বিএনপির শীর্ষ থেকে শুরু করে তৃণমুল পর্যন্ত মামলা দিয়ে দূর্বল করে বিভিন্নভাবে ভোটে না যাওয়ার জন্য প্রভাবিত করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে, বিএনপিকে দুর্বল করা যাবে না। বিএনপি নির্বাচনে অবশ্যই অংশ গ্রহণ করবে। মওদুদ আহমেদ আরো বলেন, আওয়ামী লীগ জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না। এ জন্যই আমাদের ওপর অত্যাচার, নির্যাতন অব্যাহত রেখেছে। সরকার যতই নির্যাতন করুক আমাদের নেতা কর্মীকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ দেশে টেন্ডার বাজি, জমি দখল, ধাঁন লুট করছে। বুধবার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে কোম্পানীগঞ্জের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সম্পাদক মাহমুদুর রহমান রিপন, যুব দল সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা ছাত্রদলের সম্পাদক জাহিদুর রহমান রাজন এবং বিএনপি যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন নেতাকর্মী।
×