ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে পর্যটকসহ নিখোঁজ-৪ ॥ ২ লাশ ও জীবিত উদ্ধার-১৪

প্রকাশিত: ২১:৫৪, ২৮ জুন ২০১৭

কক্সবাজারে পর্যটকসহ নিখোঁজ-৪ ॥ ২ লাশ ও জীবিত উদ্ধার-১৪

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সমুদ্র সৈকত ও নদীতে গোসল করতে নেমে সুদীপ্ত দে নামে এক পর্যটকসহ চারজন নিখোঁজ রয়েছে। সুদীপ্ত দে (১৭) রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের পুত্র এবং ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে কক্সবাজারে এসে মোটেল লাবণীতে ওঠে। সোমবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায়। এদিকে উখিয়া রত্নাপালংয়ে পুকুরে ডুবে আয়েশা ছিদ্দিকা ইমা নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাড়ে ১২টায় ভালুকিয়া পালং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা ছিদ্দিকা ইমা (১২) রত্নাপালং ইউপির সাবেক সদস্য মরহুম আবু তাহের চৌধুরীর মেয়ে। বাঁকখালী নদীতে নেমে নিখোঁজ হওয়া আবু বক্কর (১১) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদের দিন বন্ধুদের সঙ্গে ওই নদীতে গোসল করতে নেমেছিল বক্কর। মঙ্গলবার সকালে রামু দক্ষিণ মিঠাছড়ি ওমখালী এলাকায় বাঁকখালী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় নুরুল ইসলামের পুত্র এবং ওমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এছাড়াও টেকনাফে বেড়াতে গিয়ে ৩ শিশু নৌকাডুবি ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে। স্থানীয়রা ১৪ জনকে উদ্ধার করেছে। নাফ নদীর নতুন জেটির কাছে ঈদের পরদিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হচ্ছে- নাজিরপাড়ার হামিদ হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (১৬), আনোয়ার ইসলামের পুত্র আনোয়ার সাদেক (৮) ও ইসলাবাদের ছব্বির আহমেদ প্রকাশ মনু মিয়ার পুত্র মো: আমিন (৯)।
×