ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ফিরছে মানুষ, চাপ নেই

প্রকাশিত: ২০:০৭, ২৮ জুন ২০১৭

রাজধানীতে ফিরছে মানুষ, চাপ নেই

অনলাইন রিপোর্টার ॥ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে লঞ্চ-ট্রেনের পাশাপাশি সড়কপথেও রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে আজও ফেরার তেমন চাপ দেখা যায়নি। এখনো দেখা যাচ্ছে না ঢাকার সেই চিরচেনা রূপ। তেমন একটা যানজট নেই। স্বস্তিতেই যাওয়া যাচ্ছে রাজধানীর যেকোনো স্থানে। তবে আগামী শনি বা রবিবার থেকে রাজধানীকে দেখা যেতে পারে পুরোনো রূপে। বুধবার সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তান গিয়ে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে বাস আসছে। তবে তাতে খুব বেশি যাত্রীর চাপ নেই। নির্দিষ্ট আসনে বসেই যাত্রীরা আসতে পেরেছেন। মোড়া সিট বা ছাদে বসে আসতে হচ্ছে না। তবে ভাড়া বেশি দিতে হচ্ছে। বেলা পৌনে ১২টায় কথা হয় বাগেরহাটের সাইনবোর্ড থেকে দোলা পরিবহনে আসা বাবু মীরের সঙ্গে। তিনি জানান, ভোর ৬টা ২০ মিনিটে লঞ্চপারাপার দোলা গাড়িতে ওঠেন। সায়েদাবাদ এসে নামেন সাড়ে ১১টায়। তিনি বলেন, ‘একেবারেই অল্প সময়ে চলে এসেছি। পথে কোথাও যানজট নেই।’ তবে তিনি জানান, টিকিট নিয়ে একটু ভোগান্তিতে পড়তে হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকায় আসার জন্য একটি কাউটার থেকে অন্য একটি পরিবহনে ডি লাইনে টিকিট কাটেন। কিন্তু গাড়িতে ওঠার পর বসতে দেয় আই লাইনে। পরে তিনি গাড়ি থেকে নেমে গিয়ে কাউন্টারে যান। সেখান থেকে টাকা ফেরত নিয়ে দোলা পরিবহনের আজ সকালের গাড়িতে টিকিট কাটেন। টিকিট নিয়েছে সাড়ে ৫শ টাকা। অন্য সময় এই টিকিটের দাম সাড়ে তিনশ টাকা।
×