ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদযাত্রায় স্বস্তি পেয়েছে যাত্রীরা ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০০:০৩, ২৬ জুন ২০১৭

ঈদযাত্রায় স্বস্তি পেয়েছে যাত্রীরা ॥ নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ মাদারীপুর পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, এবারের ঈদে নৌপথে ঘরমুখী যাত্রীদের কোনো ভোগান্তি হয়নি, ফিরতি পথেও ভোগান্তির কোনো আশঙ্কা নেই। আজ সোমবার সকালে মাদারীপুর পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন নৌমন্ত্রী। নৌমন্ত্রী বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বিআইাব্লিউটিএ, বিআইডাব্লিউটিসি, কোস্ট গার্ড, পুলিশ, র্যা ব, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সবার সমন্বিত চেষ্টায় ঈদযাত্রায় যাত্রীরা স্বস্তি পেয়েছে। রাজধানী ঢাকায় ফেরার সময়ও কোনো ভোগান্তি হবে না। যাত্রীদের ভোগান্তি ও হয়রানি বন্ধে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
×