ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর আত্রাই উপজেলা চেয়ারম্যানকে ছুরিকাঘাত

প্রকাশিত: ২৩:৫৬, ২৬ জুন ২০১৭

নওগাঁর আত্রাই উপজেলা চেয়ারম্যানকে ছুরিকাঘাত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ ঈদের আগেরদিন রবিবার রাত ৯টার দিকে জেলার আত্রাই উপজেলার চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এবাদুর রহমান এবাদকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। স্থানীয় শুটকিগাছা স্লুইচ গেটে অবৈধ সুতি জাল ব্যবহার করে অবাধে মৎস্য নিধনের ঘটনায় অর্জিত অবৈধ অর্থের ভাগবাটোয়ারা নিয়ে ক্ষমতাসীন দলের দু’টি গ্রুপে দ্বন্দ চলে আসছিল অনেকদিন থেকে। এই সুতি জালের টাকার ভাগাভাগি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান তার নিজ বাড়ি শুটকিগাছা গ্রামে চাতালের উঠানে স্থানীয়রা একটি গরু জবাই করলে সেখানে তিনি বসেছিলেন। এসময় ১০/১২ জন অস্ত্রধারী চেয়ারম্যান এবাদুর রহমানে শরীরে বিশেষ করে তার বাম পায়ে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। রাতে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসার পর ঈদের দিন সোমবার সকালে তাকে বাড়িতে আনা হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় এমপি ইসরাফিল আলম আত্রাই হাসপাতালে তাকে দেখতে যান। তিনি ‘শান্তির জনপদকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে নির্দেশ দেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#
×