ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে ঈদের নামাজিদের ওপর গাড়ি, আহত ৬

প্রকাশিত: ০১:২১, ২৫ জুন ২০১৭

যুক্তরাজ্যে ঈদের নামাজিদের ওপর গাড়ি, আহত ৬

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যের নিউক্যাসলে একটি খেলার মাঠে ঈদ উদযাপনকারীদের ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, যাতে তিন শিশুসহ ছয়জন আহত হয়েছে। খবর বিবিসির। এ ঘটনায় ৪২ বছর বয়সী এক নারীকে আটক করা হলেও এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে মনে করছে পুলিশ। স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে ওয়েস্টগেইট স্পোর্টস সেন্টারে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। সেন্টারের একটি রাস্তার পাশের ঊঁচু অংশে গাড়ি উঠে গেলে ওই তিন শিশুসহ ছয়জন আহত হন। আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নর্থআম্রিয়া পুলিশ জানায়, এ ঘটনায় আটক নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। রমজান মাস শেষে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করতে ওয়েস্টগেট স্পোর্টস সেন্টারে এদিন কয়েকশ মানুষ জড়ো হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের একজন বিবিসিকে বলেন, আমি যতদূর বুঝতে পেরেছি তাতে মনে হয়েছে, ঈদের নামাজ শেষে করে এক নারী তার গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন। আমার বিশ্বাস তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। আমি সোজা ছুটে যাই, অন্য সবাইও আহতদের দিকে ছুটে যাচ্ছিল, তাদের মুখে পানি দেওয়ার চেষ্টা করছিল। নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বলেন, “সকাল সোয়া ৯টার দিকে ৯৯৯ এ ফোন দিয়ে আমাদের একটি গাড়ি দুর্ঘটনার কথা জানানো হয়।” “আমরা ছয়জনকে হাসপাতালে নিয়েছি। আহতদের মধ্যে তিন জন প্রাপ্তবয়স্ক এবং তিনটি শিশু রয়েছে।” এক বিবৃতিতে পুলিশ জানায়, “এটা সন্ত্রাসী ঘটনা নয় বলে মনে হচ্ছে।তবে আসলে কী ঘটেছিল সেটি নিশ্চিত হতে পুলিশের তদন্ত চলছে।”
×