ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদ

প্রকাশিত: ১৮:৩৫, ২৫ জুন ২০১৭

সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদ

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ রবিবার দেশগুলো ঈদ উদযাপন করছে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে। রাজধানী রিয়াদের জাতীয় ধিরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার সৌদি, কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর উদযাপন করছে ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে, বাংলাদেশে আজ চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ঈদ। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েক জায়গায় একাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
×