ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাড়িবহরে হামলার পর বিএনপি নেতাদের ফিরে আসা ঠিক হয়নি ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৮:০৪, ২৫ জুন ২০১৭

গাড়িবহরে হামলার পর বিএনপি নেতাদের ফিরে আসা ঠিক হয়নি ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় গাড়িবহরে হামলার পর বিএনপি মহাসচিবসহ নেতাদের সেখান থেকে ফিরে আসা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লবে বরকতউল্লাহ বুলুসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ নামক একটি সংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কম কথা বলার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, প্রতিদিন কথা বলতেই আছেন। এবার কথা একটু বন্ধ করেন। এত কথা বলার অধিকার আপনাদের নেই, যোগ্যতাও নেই। তিনি বলেন, নয় বছর ধরে দেশ লুটপাটের অভয়ারণ্য। মেগা বাজেট মানে মেগা লুটপাট। ফ্লাইওভারের নামে ঢাকা শহরে কী চলছে? ঢাকা শহরে যতটি গর্ত আছে, আজিমপুরে ততটি কবরও নেই। অথচ ওবায়দুল কাদের সকাল-বিকেল চাপাবাজি করেই যাচ্ছেন। মাঝেমধ্যে তিনি বিএনপি সম্বন্ধে বিদ্রুপ করেন, কটাক্ষ করেন। কথা বলার সময় হাতে মুঠো পাকান, অভিনেতাদের মতো অভিনয় করে কথা বলেন, সাজিয়ে সাজিয়ে কথা বলেন। তার কথাবার্তা শুনলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও খুব লজ্জা পায়। গয়েশ্বর বলেন, আমাদের মহাসচিবের ওপর হামলার পরে তাদের ফেরত আসাটাকে আমি মন থেকে গ্রহণ করি না। হামলা মোকাবেলা করেই গন্তব্যে যেতে হবে। ঈদের পর হামলা-মামলার জবাব- দুদু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলাসহ ঈদের পর সব হামলা-মামলার জবাব দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শাসুজ্জাামান দুদু। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
×