ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে দোতলা বাসে আগুন, নামতে গিয়ে আহত ১৫

প্রকাশিত: ০৮:০৩, ২৫ জুন ২০১৭

সাভারে দোতলা বাসে আগুন, নামতে গিয়ে আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ জুন ॥ সাভারে আগুনে পুড়ে গেছে একটি বিআরটিসি’র যাত্রীবাহী দ্বিতল বাস। শনিবার রাত দশটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছে, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস রাজধানীর গুলিস্তান থেকে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। পরে বাসটি মহাসড়কের বিপিএটিসির সামনে পৌঁছলে ইঞ্জিন থেকে আগুন ধরে। এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান, ইঞ্জিন থেকে বাসটিতে আগুন লাগে।
×