ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শফিকুর রহমান শান্তনুর ৫ নাটক

প্রকাশিত: ০৭:৩৯, ২৫ জুন ২০১৭

শফিকুর রহমান শান্তনুর ৫ নাটক

স্টাফ রিপোর্টার ॥ নন্দিত নাট্যকার শফিকুর রহমান শান্তনু প্রতিবারের মতো এবারও ঈদের জন্য বেশকিছু নাটক লিখেছেন। এবারের নাটকগুলো হলো-‘পাগলি তোমার সঙ্গে’, ‘অতিক্রম’, ‘দেখা না-দেখা’, ‘সব চরিত্র কাল্পনিক নয়’ ও ‘তুমি এসেছিলে অবশেষে’। নাটকগুলো পরিচালনা করেছেন যথাক্রমে সাখাওয়াত শিবলী, কায়সার আহমেদ, সাইদুর রহমান রাসেল, ফজলুল সেলিম এবং বি ইউ শুভ। এটিএন বাংলা, একুশে টিভি ও বাংলাভিশনসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নাটকগুলো প্রচার হবে। এপ্রসঙ্গে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, আমরা যারা পেশাদারিভাবে লিখি, ঈদের সময় একটা বাড়তি চাপ থাকে। তবে নিজে যে ধরণের নাটক লিখে আরাম পাই তেমনটা হলেই কেবল লিখি। এবারও মনের মতো কয়েকটা কাজ করেছি। ভাল না খারাপ সে রায় দেবে দর্শক। তবে আশা করছি, খারাপ লাগবে না। ঈদের নাটকের বাইরে ‘লাইফ ইন এ মেট্রো’, ‘সোনার শেকল’, ‘টক অব দ্যা টাউন’, ‘ছলে বলে কৌশলে’ সহ কয়েকটি ধারাবাহিক নাটক লেখা নিয়ে ব্যস্ত আছেন তিনি।
×