ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সহজ জয়ে সেমিতে ফেদেরার

প্রকাশিত: ০৭:১৯, ২৫ জুন ২০১৭

সহজ জয়ে সেমিতে ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান বার্লিন ওপেনের সেমিফাইনালে উন্নীত হয়েছেন রজার ফেদেরার। ঘাসের কোর্টের এই আসরে সহজ জয়ই কুড়িয়ে নিয়েছেন সুইস এই তারকা। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার এ আসরের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফ্লোরিয়ান মায়েরকে কোয়ার্টারের দ্বৈরথে পরাভূত করেছেন। ম্যাচের স্কোরলাইনেই বোঝা যায় তা (৬-৩, ৬-৪)। সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ‘ফেড এক্সপ্রেস’ খ্যাত ফেদেরার আগামী ৩ জুলাই থেকে শুরু হওয়া ‘টেনিসের বিশ্বকাপ’ খ্যাত উইম্বলডন ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করছেন। তারই অংশ হিসেবে খেলছেন জার্মানির বার্লিন ওপেনের ঘাসের কোর্টে। এই টুর্নামেন্টের শেষ চারে ফেদেরারের প্রতিপক্ষ হচ্ছেন কারেন খাচানোভ, যিনি শেষ আটে ৭-৬ (১০-৮), ৪-৬, ৬-৩ সেটে হারিয়েছেন রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে। অপর সেমিতে মুখোমুখি হবেন চতুর্থ বাছাই জার্মানির আলেক্সান্ডার ভেরেভ এবং ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট। ভেরেভ মেষ আটে হারান সপ্তম বাছাই স্পেনের রবার্তো বাতিস্তাকে ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-১), ৬-১ সেটে। এদিকে গ্যাসকুয়েট ৬-১, ৩-৬, ৬-১ সেটে হারান হল্যান্ডের রবিন হাসকে। ৩৫ বছর বয়সী ফেদেরার এ নিয়ে অষ্টমবারের মোকাবেলায় প্রতিবারই হারের তেতো স্বাদ উপহার দিলেন মায়েরকে। জয়ের পর ফেদেরারের প্রতিক্রিয়া ছিল এ রকম, ‘বেসলাইনে গিয়ে আগ্রাসী ভঙ্গিতে খেলাটা ছিল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে গেলে আপনাকে এমনটা করতেই হবে। আর সেটাই আমি ঠিকঠাক করতে পেরেছি বলে খুব ভাল লাগছে। খেলায় নিজের ফুটওয়ার্ক এবং স্ট্রোক সবই ছিল আমার অনুকূলে। আশাকরি পরের সেমির ম্যাচেও একই ভঙ্গিতে খেলে জিততে পারব।’ পুরো ম্যাচে জিততে মোট ১১টি ‘এইস’ সার্ভিস করেন ফেদেরার। তার গোলার মতো এমন সার্ভিস ফেরানোর কোন উপায় জানা ছিল না মায়েরের। ছিলেন রীতিমতো অসহায়। সাবিনারা পেছালেন সাত ধাপ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে সাত ধাপ। ১০৩ থেকে তাদের অবস্থান এখন ১১০ নম্বরে। এই অবনমনের কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল কোন আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়নি। তারা সর্বশেষ খেলেছিল ২০১৬ সাফ মহিলা ফুটবলে। জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত এ আসরের ফাইনালে তারা স্বাগতিক দলের কাছে ফাইনালে ১-৩ গোলে হেরে রানার্সআপ হয়েছিল। ২০০৩ সালে বাংলাদেশ মহিলা ফুটবল দলের র‌্যাঙ্কিং ছিল ১০০ যা তাদের সেরা র‌্যাঙ্কিং। গত বছর তাদের অবস্থান ছিল ১১৪ নম্বরে।
×