ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট শুরু

প্রকাশিত: ০৭:১৯, ২৫ জুন ২০১৭

মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ এক সপ্তাহও হয়নি শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ানডে ক্রিকেটের ধুন্ধুমার লড়াইয়ের আবেশ এখনও মিলিয়ে যায়নি। তার আগেই ইংল্যান্ডে আবার শুরু হলো ক্রিকেটের আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট। ক্রিকেটের জন্মভূমিতে শনিবার থেকে বসেছে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট। অংশ নিচ্ছে আটটি দল। দলগুলো হচ্ছে গ্রুপ-এ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড। গ্রুপ-বি : পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। একক লীগ পদ্ধতির প্রথম পর্ব শেষে সেমিফাইনালে উঠবে শীর্ষ চার দল। ২৩ জুলাই ফাইনাল লর্ডসে। ভারত-ইংল্যান্ড ম্যাচসহ ১০টি ম্যাচ টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে। অবশিষ্ট ২১টি ম্যাচও লাইভ স্ট্রিম হবে ইন্টারনেটে। উল্লেখ্য, বাংলাদেশের নারী ক্রিকেট দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। বাছাইয়ে শেষ হয়েছে স্বপ্নযাত্রা। টুর্নামেন্টের প্রাইজমানি বেড়েছে অবিশ্বাস্য রকম। এবার ২০ লাখ মার্কিন ডলার ভাগ করে দেয়া হবে দলগুলোকে। এই অর্থ সর্বশেষ টুর্নামেন্টের ১০ গুণ। ফেবারিট যথারীতি অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে সপ্তম শিরোপার হাতছানি। প্রথম ১০ টুর্নামেন্টের ছয়টিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার খেলবে মেগ ল্যানিংয়ের অধিনায়কত্বে। গত চার বছরে ৩৫ ম্যাচ খেলে মাত্র সাতটিতে হেরেছে অস্ট্রেলিয়া। দুটি প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়ার মূল প্রতিদ্বন্দ্বীও স্বাগতিক ইংলিশ মেয়েরা। এবারও ফেবারিট যথারীতি অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে সপ্তম শিরোপার হাতছানি। আগের ১০ আসরের ৬ বারের চ্যাম্পিয়ন তারা। ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত শেষ আসরেও শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তারা ছাড়া ৩ বার শিরোপা জিতেছে ইংল্যান্ড, ১ বার নিউজিল্যান্ড।
×