ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্যামাইকায় টমসন-ব্লেকের জয়

প্রকাশিত: ০৭:১৯, ২৫ জুন ২০১৭

জ্যামাইকায় টমসন-ব্লেকের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব চ্যাম্পিয়নশিপস যতই এগিয়ে আসছে ততোই দুরন্ত হয়ে উঠছেন এলেইন টমসন। এবার নিজ দেশে অনুষ্ঠিত জ্যামাইকান চ্যাম্পিয়নশিপসে নিজের টাইমিং আরও ভাল করেছেন দ্রুততম মানবী এলেইন টমসন। চলতি বছরে ১০০ মিটার ওয়ার্ল্ড লির্ডি টাইমটা তারই দখলে। এবার সেটাকে আরও সমৃদ্ধ করেই জিতেছেন তিনি। আর কিংবদন্তি উসাইন বোল্টের অনুশীলন সতীর্থ ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেকও জয় তুলে নিয়েছেন। গত ৫ বছরে যা পারেননি এবার সেটাই করে দেখিয়েছেন ব্লেক। ইনজুরি সমস্যায় দীর্ঘ সময় তিনি ট্র্যাক এ্যান্ড ফিল্ডের বাইরে ছিলেন। এবার তিনি নিজের সেরা টাইমিং গড়েছেন এই ৫ বছরের মধ্যে। ব্লেক ৯.৯০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে জয় তুলে নেন। কিংস্টনে ছিল বেশ ঠা-া আবহাওয়া। ন্যাশনাল স্টেডিয়ামে এদিন অনুপস্থিত ছিলেন বোল্ট এবং শেলী এ্যান ফ্রেজার-প্রাইস। ইনজুরির কারণে কয়েক বছর ধরেই ব্লেক ছিলেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের বাইরে। লুসানে ২০১২ সালে মাত্র ৯.৬৯ সেকেন্ডের টাইমিং গড়েছিলেন তিনি। তারপর এটিই তার সেরা টাইমিং। জুলিয়ান ফোরটে দ্বিতীয় হয়েছেন অনেক পিছিয়ে থেকে। তিনি ১০.০৪ সেকেন্ড সময় নিয়েছেন। অথচ সেমিতেই তিনি ক্যারিয়ার সেরা ৯.৯৯ সেকেন্ড টাইমিং গড়েছিলেন। আর সিনোজ-জে গিভান্স প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ১০.০৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে। জেতার পর ব্লেক জানান, তিনি অনুশীলন সঙ্গী বোল্টকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন। তিনি বলেন, ‘প্রতিবারই আমি দৌড়াতে গিয়ে আগের তুলনায় অনেক ভাল হয়ে উঠি। আমি এই ফর্মটা ধরে রেখে বিশ্ব চ্যাম্পিয়নশিপসে যেতে চাই। প্রতিটা দিনই উসাইন আমাকে সাহস দেন।’ সত্যি ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগতে বোল্টের মতো কিংবদন্তি সঙ্গী হিসেবে থাকলে জীবনটাই পাল্টে যেতে বাধ্য। এ কারণে কাউকে নিয়ে ভিত হন না ব্লেক। তিনি বলেন, ‘আমি সর্বকালের দ্রুততম মানবের সঙ্গে অনুশীলন করি, তাই কাউকে ভয় পাওয়ার কিছু নাই আমার। যেখানে উসাইন আমার নিত্যদিনের প্রতিপক্ষ, আর কে আছে যাকে আমি ভয় পাব? আমি সত্যিই খুব ভাল বোধ করছি এবং আবারও আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। আমি এই প্রাণবন্ত ছন্দে নিজেকে ফিরে পেয়েছি।’ মেয়েদের ১০০ মিটারে অলিম্পিক সম্রাজ্ঞী টমসন আবার জিতেছেন। তিনি ১০.৭১ সেকেন্ড টাইমিং গড়েন। এ বছর তার সেরা টাইমিং ছিল ১০.৭৮ সেকেন্ড। সেটাকে কমিয়ে আনলেন তিনি। তবে ব্যক্তিগত সেরাটাকে পেছনে ফেলতে পারেননি। সেটাকে ছুঁতে পেরেছেন শুধু। আর সিমোন ফেসি ১১.০৪ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। জুরা লেভি ১১.০৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জয় করেন। ১০০ মিটারে জিতলেও অলিম্পিক ডাবল জয়ী টমসন এখানে ২০০ মিটারে নামবেন না। তিনি বলেন, ‘সবকিছু আমার পরিকল্পনা মাফিকই চলছে। যতটা সম্ভব সবকিছুর মধ্যে দিয়ে আমি ভালভাবেই এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।’ এদিন সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন রোন্ডা রাইট। ৪০০ মিটার হার্ডলসে তিনি ক্যারিয়ার সেরা টাইমিংয়ে ৫৪.২৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন। তবে পুরুষদের ৪০০ মিটারের প্রথম রাউন্ডে তেমন কোন উলট-পালট দেখা যায়নি। শীর্ষ তারকারাই উঠে গেছেন সেমিফাইনালে। মেয়েদের চাকতি নিক্ষেপে টানা তৃতীয়বারের মতো জাতীয় রেকর্ড গড়েছেন কেলিয়ন নিব। তিনি ৬২.৭৩ মিটার ছুঁড়েছেন চাকতি।
×