ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লর্ডস টেস্টে অনিশ্চিত ব্রড

প্রকাশিত: ০৭:১৬, ২৫ জুন ২০১৭

লর্ডস টেস্টে অনিশ্চিত ব্রড

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসের প্রথম সপ্তাহেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে স্টুয়ার্ট ব্রডের। দীর্ঘদিন ধরে এ অভিজ্ঞ পেসার লায়ন্সের জার্সিতে খেলার সুযোগ পাননি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে আবার ফেরার কথা রয়েছে তার। কিন্তু ৬ জুলাই লর্ডসে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টেই তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পায়ের গোড়ালির ইনজুরির কারণে এ শঙ্কা দেখা দিয়েছে। ব্রডের দল নটিংহ্যামশায়ার ইনিংস ব্যবধানে হারিয়ে দেয় লিচেস্টারশায়ারকে। কিন্তু ম্যাচে মাত্র ১ ওভার বোলিং করার পরই বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ব্রড। পরে আর ম্যাচে ফেরেননি। তবে আজই জানা যাবে ব্রডের ইনজুরি পরিস্থিতি। ইতোমধ্যেই ব্রডের পায়ের গোড়ালিতে স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে তার ইনজুরি পরিস্থিতি। এমনকি ইংল্যান্ড দলকে খেলতে হবে ক্রিস ওকসকে ছাড়াও। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন। আবার অলরাউন্ডার বেন স্টোকসও হাঁটুর সমস্যা নিয়েই খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অবশ্য আরেক অভিজ্ঞ পেসার জেমস এ্যান্ডারসন তার উরুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। শুধু ইংল্যান্ডের হয়ে আসন্ন টেস্ট সিরিজের শুরু থেকেই খেলতে চান না ব্রড, তিনি রয়্যাল লন্ডন কাপের ফাইনালেও খেলতে চান। লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জুলাই। আর আগামী সপ্তাহ থেকে দিবারাত্রির চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে গোলাপী বলে খেলা হবে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চাইছে তাকে সেটার অভিজ্ঞতা পাইয়ে দিতে। তবে ব্রডের আগেভাগে মাঠ ত্যাগের বিষয়ে নটিংহ্যামের কোচ পিটার মুরস বলেন, ‘পিটারের গোড়ালিতে সামান্য ব্যথা ছিল। আগাম সতর্কতার জন্যই মূলত তিনি মাঠ ছেড়েছেন। যদি ম্যাচের পরিস্থিতি অন্যরকম থাকত তাহলে আর সেটা করতেন না তিনি।’
×