ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গম বিতরণ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ০৬:৫৯, ২৫ জুন ২০১৭

গম বিতরণ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভায় ভিজিএফ’র গম বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলরসহ ১০ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে কাঁকনহাট পৌরসভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহেল কাফী, বাবু, দুলাল আলী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, ভিজিএফএ কার্ডধারীদের মাঝে তিন নম্বর ওয়ার্ডে গম বিতরণ করার জন্য পৌর মেয়র আবদুল মজিদ দায়িত্ব দেন বিএনপিপন্থী সংরক্ষিত নারী কাউন্সিলর শাহনাজ পারভীনকে। তিনি গমের ওজন কম দেয়া শুরু করলে প্রতিবাদ জানান সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহেল কাফী। শেষে কাফি পুলিশকে জানায়। এ প্রতিবাদ করার জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র মজিদ গ্রুপের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বিশু, আমিরুল, মোর্তজাসহ ১০-১২ জনের একটি দল অতর্কিত হামলা চালায় কাফির ওপর। এ খবর ছড়িয়ে পড়লে কাফির সমর্থকরাও প্রতিবাদে এগিয়ে আসে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, গত বিতরণের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগে পুলিশ ওয়ার্ড কাউন্সিলর কাফিকে আটক করেছে। পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৪ জুন ॥ পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা কলাদিয়া গ্রামের কৃষক জালাল উদ্দিনের দুই মেয়ে জবা (৯) ও তানজিনা (৭) বাড়ির সামনে পুকরপাড়ে খেলতে যায়। এ সময় শিশুরা খেলার ছলে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে।
×