ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার স্তরের নিরাপত্তা, বিশেষ ট্রেন ও সারা মাঠে সিসি ক্যামেরা

প্রস্তুত শোলাকিয়া মাঠ

প্রকাশিত: ০৬:৫৮, ২৫ জুন ২০১৭

প্রস্তুত শোলাকিয়া মাঠ

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া। ইতোমধ্যে জেলা প্রশাসন ও ঈদগাহ পরিচালনা কমিটি জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিবারই শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজনে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তবে গত বছরের ৭ জুলাই ঈদ-উল-ফিতরের দিন শোলাকিয়া ময়দানের পাশে চেকপোস্টে জঙ্গী হামলার ঘটনায় এবার সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হয়েছে। এ বছর ঈদের জামাত নির্বিঘেœ করতে র‌্যাব-পুলিশসহ ঈদের দিন শোলাকিয়া মাঠ ও এর আশপাশে চারস্তুরের নিরাপত্তায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও মোতায়েন থাকবে চার প্লাটুন বিজিবি। জামাতে অংশ নেয়া কোন মুসল্লি ঈদগাহে ছাতা, ব্যাগ ও মোটা জায়নামাজ নিয়ে ঢুকতে পারবে না। গত সপ্তাহ থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাতিল করা হয়েছে এ জেলায় পুলিশের ছুটি। এরই মধ্যে শোলাকিয়ায় পৌঁছেছে বিজিবি সদস্যরা। ঈদের দিন বিভিন্ন সড়ক দিয়ে নিরাপত্তা বলয় পার হয়ে শোলাকিয়ায় প্রবেশ করতে হলে মুসল্লিদের ৫ থেকে ১০ বার নিরাপত্তা বাহিনীর তল্লাশির মুখে পড়তে হবে। আর অন্য বারের মতো আগে থেকেই মাঠের ভেতরে কিংবা মিম্বরে দূরের মুসল্লিদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। দূরের মুসল্লিদের থাকার জন্য পার্শ্ববর্তী আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাঠের প্রতিটি প্রবেশ পথে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। মাঠের প্রবেশের সব পথে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির পর মুসল্লিদের মাঠে প্রবেশ করতে দেয়া হবে। মাঠের চারপাশে কয়েকটি ওয়াচ টাওয়ার ছাড়াও গতিবিধি পর্যবেক্ষণে এবার ঈদগাহের মাঝখানে একটি উঁচু ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। আর এসব কিছুই করা হয়েছে সার্বিক নিরাপত্তার স্বার্থে। সর্বশেষ শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করে জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপর মোঃ আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে মাঠে কাতারে নামাজের জন্য দাগ কাটা হয়েছে, বানানো হয়েছে পর্যাপ্ত অজুখানা। মাঠের মিম্বরে আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন সীমানা প্রাচীরে চুনকাম করাসহ মাঠ সংলগ্ন রাস্তাগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। এবারও শোলাকিয়া মাঠ থেকে জামাত সরাসরি সম্প্রচার করবে বেশ কয়েকটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এদিকে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ ঈদের দিন ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এর মধ্যে একটি ট্রেন ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় পৌঁছবে। আর কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ফিরতটি ট্রেনটি ভৈরব পৌঁছবে দুপুর ২টায়। অপর ট্রেনটি ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছবে সকাল ৮টায়। ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন রাস্তায় ইতোমধ্যে ঈদকে স্বাগত জানিয়ে বড় বড় তোরণ নির্মাণ, ব্যানারে সাজানো সড়ক দ্বীপ স্থাপন করা হয়েছে। শোলাকিয়ার ঐতিহ্য অনুসারে ঈদের নামাজ শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে ১টি শর্টগানের গুলি ফুটিয়ে জামাত আরম্ভের ঘোষণা দেয়া হয়। এ বছর ঈদ বর্ষাকালে হওয়ায় ময়দানের আশপাশে কোথাও যেন পানি না জমে সে জন্য পানি নির্গমনের দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। সকাল ১০টায় শোলাকিয়ায় ১৯০তম ঈদ-উল-ফিতরের জামাতে ইমামতি করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদউদ্দীন মাসউদ।
×