ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের পানি, স্যানিটেশন ড্রেনেজ উন্নয়নে বিশ্বব্যাংক ৩৮০ কোটি টাকা দেবে

প্রকাশিত: ০৬:৫৭, ২৫ জুন ২০১৭

চট্টগ্রামের পানি, স্যানিটেশন ড্রেনেজ উন্নয়নে বিশ্বব্যাংক ৩৮০ কোটি টাকা দেবে

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের পানি, স্যানিটেশন, এবং ড্রেনেজ অবকাঠামো উন্নয়নে অতিরিক্ত ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮০ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসেবে)। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের (আইডিএ) সহজ শর্তের ঋণ হিসেবে এই অর্থ পাওয়া যাবে। এর মাধ্যমে বন্দর নগরীর ৬ লাখ ৫০ হাজার মানুষ নিরাপদ এবং নির্ভরযোগ্য পানি ব্যবহারে সুবিধা পাবেন। শনিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়, চট্টগ্রাম ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট এ্যান্ড স্যানিটেশন প্রজেক্টের আওতায় এই অতিরিক্ত অর্থ ব্যয় করা হবে। এই অর্থ চট্টগ্রাম ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ, ট্রান্সমিশন, বিতরণ নেটওয়ার্ক এবং পানি সরবরাহের অবকাঠামোগত উন্নতির পাশাপাশি স্যানিটেশন ও ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরিতে সাহায্য করবে। এ প্রসঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটান এলাকার মাত্র অর্ধেক মানুষ উন্নত পানি (পাইপের পানি) সুবিধার আওতায় আছেন। অপর্যাপ্ত স্যুয়ারেজ লাইন এবং অনুন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা নগরের জলাবদ্ধতা সমস্যাকে আরও বাড়িয়ে তুলে। এ অতিরিক্ত অর্থ এ সমস্যা সমাধানে সাহায্য করবে। এতে শহরের বস্তিবাসীসহ সবাই উপকৃত হবেন। জানা গেছে, প্রকল্পের আওতায় মদুনাঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং পতেঙ্গা বুস্টার পাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি কালুরঘাট থেকে পতেঙ্গা বুস্টার পাম্পিং স্টেশন পর্যন্ত উৎপাদন এবং বিতরণ সক্ষমতা বৃদ্ধির জন্য একটি বড় পানি সঞ্চালন ব্যবস্থা নির্মাণ করবে।
×