ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপির উদ্দেশে নাসিম

জ্বালাও-পোড়াও না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ জুন ২০১৭

জ্বালাও-পোড়াও না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও না করে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এবার বিএনপি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে কঠোর হাতে তা দমন করা হবে। কারণ জনগণ আন্দোলন, হরতাল-অবরোধ চায় না, ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে চায়। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভোটারদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, সব বিবেচনা করে ভোট দিন। বিগত সরকারের সময়ে দেশের কি উন্নয়ন হয়েছে, বর্তমান সময়ে সরকার কতটা উন্নয়ন করেছে আপনারা ভেবে দেখুন। দেশ পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, অযৌক্তিক দাবিতে আন্দোলন করলে কোন ছাড় নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। দেশে বুদ্ধিজীবীদের উদ্দেশে করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আবেগতাড়িত হয়ে কথা বললে হবে না। অতীতের ও বর্তমান সরকারের মধ্যে তুলনা করে কথা বলতে হবে। দেশ ও দেশের মানুষ যখন নানা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছিল, তা থেকে দেশকে কোথায় নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার, এসব বিবেচনায় আনুন। দেশের জন্য আওয়ামী লীগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। এটা কোন আবেগের কথা না, ঐতিহাসিক সত্য। খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাজেট নিয়ে অশালীন ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। অর্থমন্ত্রীর সমালোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবে ২০১৭-১৮ অর্থবছরের কতটা কল্যাণমুখী। যত ষড়যন্ত্রই করা হোক না কেন বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় বসাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। ফখরুলের ওপর হামলা খতিয়ে দেখা দরকারÑ ড. হাছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির হাতে কোন ইস্যু নেই। ইস্যু তৈরি করতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা চালানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা দরকার। শনিবার রাজধানীর ধানম-িস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার দলের নেতাদের আওয়ামী লীগের বিরুদ্ধে চালানো মিথ্যাচারের জবাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
×