ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার বছরেও এ ক্যাটাগরিতে আসেনি সানলাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ জুন ২০১৭

চার বছরেও এ ক্যাটাগরিতে আসেনি সানলাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্তির সাড়ে চার বছর পরেও সানলাইফ ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরিতে উঠতে পারেনি। বরং ২০১৫ সালের ব্যবসায় ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার কারণে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে এবং এখনও ওই ক্যাটাগরিতেই অবস্থান করছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে কোম্পানির পর্ষদ লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত বিষয়ে চারবার বোর্ড সভা করেছে। তবে একবারও ১০ শতাংশ বা তারচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। এ কারণে কোম্পানিটি কখনও ‘এ’ ক্যাটাগরিতে উঠতে পারেনি। সানলাইফ ইন্স্যুরেন্স ২০১৩ সালের শুরুতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর পরে ২০১২ সালসহ ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের ব্যবসা নিয়ে লভ্যাংশসংক্রান্ত চারবার বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কোম্পানি কর্তৃপক্ষ ২০১৪ সালে সর্বোচ্চ ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর আগের দুই বছরের জন্য ৫ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। আর সর্বশেষ ২০১৫ সালের ব্যবসায় ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। -অর্থনৈতিক রিপোর্টার কার্যকর হচ্ছে না নতুন ভ্যাট আইন পয়লা জুলাই থেকে কার্যকর হচ্ছে না নতুন ভ্যাট আইন। বসছে না বাড়তি আবগারি শুল্কও। যা বাজেট অধিবেশনের শেষদিনে চমক হিসেবে উপহার দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রও নিশ্চিত করেছে এমন তথ্য। অর্থ প্রতিমন্ত্রীর মতে, নতুন আইন বাস্তবায়নের এখনই সময়। তবে, জনগণের সুবিধা সবার আগে দেখতে চায় সরকার। আর পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান মনসুরের মতে, আইনের আংশিক বাস্তবায়ন না করে বরং তা স্থগিত রাখাই যৌক্তিক। -অর্থনৈতিক রিপোর্টার
×