ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সস্তা আমিষেও আয়কর ও শুল্ক আরোপ

প্রকাশিত: ০৬:৫৪, ২৫ জুন ২০১৭

সস্তা আমিষেও আয়কর ও শুল্ক আরোপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বাজেটে পোল্ট্রি খাতেও অগ্রিম আয়কর ও শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। সংসদে এই প্রস্তাব পাস হলে বাড়বে মুরগির খাদ্যের দাম। কিন্তু সেই হারে মুরগি ও ডিমের দাম না বাড়লে পুঁজি হারিয়ে পথে বসার আশঙ্কা ছোট খামারিদের। আর যদি দাম বাড়ে তাহলে সস্তা প্রাণিজ আমিষ আর সস্তা থাকবে না। জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে যেতে পারে এই সস্তা আমিষ। তাই ঘোষণা করা কর ও শুল্ক হার পাস না করার তাগিদ অর্থনীতিবিদদের। চলছে বাজেট অধিবেশন। পাস হবে ঈদের পরেই। আর তাই অন্যান্য খাতের মতো শঙ্কা বাড়ছে পোল্ট্রি খাতেও। কেননা এ খাতেও নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। ঘোষণা অনুযায়ী, পোল্ট্রি শিল্পের কাঁচামাল লাইম স্টোনে আমদানি শুল্ক একলাফে শূন্য থেকে করা হয়েছে ২৫ শতাংশ। প্রকার ভেদে সয়ামিল আমদানিতে ৫ থেকে ১০ শতাংশ আর লাইসিনে ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। সেই সঙ্গে ভুট্টা আমদানিতে অগ্রিম কর ৫ শতাংশই বলবত রাখা হয়েছে। বর্তমানে পোল্ট্রি শিল্পে চাহিদার ৫৫ ভাগ ভুট্টা আর ৫০ ভাগ সয়ামিল আসে বিদেশ থেকে। তাই খামারিদের আশঙ্কা, এই প্রস্তাব পাস হলে বাড়বে মুরগির খাবারের দাম। একই হারে মুরগি আর ডিমের দাম না বাড়লে পথে বসবেন ছোট খামারিরা। দেশে প্রাণিজ আমিষের সবচেয়ে সস্তা যোগান আসে পোল্ট্রি খাত থেকে। তাই সুস্থ সবল জাতি গঠনে এ খাতকে দেখা হয় আশীর্বাদ হিসেবে। পোল্ট্রি খাতের উদ্যোক্তারা বলছেন, মুরগির খাবারে শুল্ক বসিয়ে খুব সামান্যই রাজস্ব পাবে সরকার। আকাশ ও সমুদ্র পথে আয় বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে বিমান ও সমুদ্র পথে পরিবহন সেবা খাত থেকে আয় কিছুটা বেড়েছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে আলোচ্য অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাস সময়ে খাতটি থেকে আয় হয়েছে ৩৫ কোটি ৬৩ লাখ ডলার। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে এর পরিমাণ ছিল ৩৫ কোটি ৩৭ লাখ ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে পরিবহন খাত থেকে আয় হয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ ডলার। এই সময়ে আকাশ পথের পরিবহন সেবা খাত থেকে সরকার আয় করেছে ১৮ কোটি ৩ লাখ ডলারের বেশি। আলোচ্য সময়ে নৌ ও সমুদ্র পথে এই খাত থেকে সরকারে আয় হয়েছে ১৭ কোটি ১৬ লাখ ডলার।
×