ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় ডাক্তার ধর্মঘট ॥ রোগীদের চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৫১, ২৫ জুন ২০১৭

শ্রীলঙ্কায় ডাক্তার ধর্মঘট ॥ রোগীদের চরম দুর্ভোগ

শ্রীলঙ্কার সরকারী হাসপাতালগুলোতে ডাক্তারদের নেতৃত্বে চলা ধর্মঘটে হাজার হাজার রোগী বিপদে পড়েছে বলে একটি ভোক্তা অধিকার গ্রুপ শনিবার জানিয়েছে। ডাক্তারদের সবচেয়ে বড় সংগঠন গবর্নমেন্ট মেডিক্যাল অফিসার্স এ্যাসোসিয়েশন (জিএমওএ) বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেছে। তাদের দাবি, ২০০৮ সালে প্রতিষ্ঠিত বেসরকারী মেডিক্যাল কলেজগুলো বন্ধ করে দিতে হবে। এসব প্রতিষ্ঠানগুলোতে নিম্নমানের শিক্ষা দেয়ার অভিযোগ রয়েছে। ন্যাশনাল মুভমেন্ট ফর কনজিউমার রাইটস প্রোটেকশন জানিয়েছে, সরকারী হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসা হাজার হাজার লোক যাদের অধিকাংশ গরিব তাদের ওপর এই ধর্মঘটের প্রভাব পড়েছে। এই লোকগুলো বেসরকারী হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার কোন সামর্থ্য নেই। খবর এএফপির। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন করেছে, ধর্মঘট আহূত হাসপাতালগুলো থেকে রোগীরা জরুরী ভিত্তিতে মেডিক্যাল সেবা পেতে চলে যাচ্ছে। ভোক্তা অধিকার গোষ্ঠীটির প্রধান রনজিত ভিথানাগ বলেন, ডাক্তাররা চিকিৎসা করতে অস্বীকৃতি জানালে গরিব লোকেরা তাদের জীবন বাঁচাতে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। আমার নিজের মাও এক সরকারী হাসপাতালে জীবনমৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ধর্মঘটে যাওয়ার জন্য যদি কোন রোগীর মৃত্যু হয় তবে ডাক্তারদের ফৌজদারি মামলার মুখোমুখি হওয়া উচিত। এক খোলা চিঠিতে ধর্মঘটে যাওয়া ডাক্তারদের প্রতি গোষ্ঠীটি ডাক্তারদের বলেছে, আমরা আপনাদের বাড়ির বাইরে জড়ো হব। মসুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩ ইরাকে মসুলের পূর্বাঞ্চলের একটি বাণিজ্যিক এলাকায় আত্মঘাতী হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে। শনিবার দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান। কয়েক মাস আগে শহরটি জঙ্গীদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়। খবর এএফপির। শুক্রবার রাতে মুতান্না এলাকায় এ হামলা চালানো হয়। স্থানীয়রা এ সময় ঈদ-উল-ফিতর উপলক্ষে কেনাকাটা করছিল। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘একজন পুলিশ সদস্য বাধা দিলে প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’ দ্বিতীয় আত্মঘাতী হামলাকারী একটি মার্কেটে ঢুকে জনতার মধ্যে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত দুই জন নিহত ও অপর নয় জন আহত হয়। তৃতীয় আত্মঘাতী বোমা হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটানোর আগেই পুলিশের গুলিতে নিহত হয়।
×