ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইএস বিরোধী অভিযান জোরদার সিরিয়ার

প্রকাশিত: ০৬:৫০, ২৫ জুন ২০১৭

আইএস বিরোধী অভিযান জোরদার সিরিয়ার

সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে আইএসের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির সরকারী ও মিত্রবাহিনী। কয়েকদিন আগে দেইর আজ-জোরে আইএসের কমান্ড সেন্টার এবং অস্ত্র ও গোলাবারুদের গুদামে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সিরিয়ার সেনারা এখন সেখানে অভিযান চালাতে সুবিধা পাচ্ছে। ইরানী ক্ষেপণাস্ত্র হামলায় আইএসের ১৭০ জঙ্গী নিহত হয়, যার মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারও ছিল। ২০১৪ সালে আইএস জঙ্গীরা দেইর আজ-জোর প্রদেশটি দখল করে নেয়ার পর এই প্রথম সেখানে সরকারী সেনারা অভিযান চালাতে সক্ষম হলো। খবর ইয়াহু নিউজের। সরকারপন্থী স্বেচ্ছাসেবী যোদ্ধাদের সমর্থন নিয়ে সরকারী সেনারা ইরাক সীমান্তের কাছ দিয়ে দেইর আজ-জোরে প্রবেশ করে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ার সেনারা আট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে এবং ২টি তেলক্ষেত্রের ১২ কিলোমিটার দূরে রয়েছে। সেনারা এখন দেইর আজ- জোর শহরের কিছু এলাকা ও সেখানকার সামরিক বিমানঘাঁটি নিয়ন্ত্রণ করছে। তবে শহরের বেশিরভাগ এলাকা এখনও জঙ্গীদের নিয়ন্ত্রণে রয়েছে। আফগানিস্তান-পাকিস্তানে মার্কিন বিশেষ দূতের পদ বিলোপ যুক্তরাষ্ট্র শুক্রবার আফগানিস্তান ও পাকিস্তানে এর বিশেষ দূতের পদ বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র যখন এ অঞ্চলে আরও কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন সিদ্ধান্তটি নেয়া হলো। খবর এএফপির। পররাষ্ট্র দফতরের এক উচ্চপদস্থ কর্মকর্তা এএফপিকে বলেছেন যে, দায়িত্বপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি লরেন্স মিলার পদত্যাগ করছেন এবং এ পদে আর নিয়োগ দেয়া হবে না। পদটি সৃষ্টি হয়েছিল যখন মার্কিন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে, আফগানিস্তান ও পাকিস্তানে সংঘাতের কারণ একই এবং তা এক সঙ্গে বিহিত করতে হবে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক ব্যয় হ্রাসের পরিকল্পনা নিয়ে দায়িত্ব গ্রহণ করেন।
×