ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাতারের সার্বভৌমত্ব খর্ব করতেই ১৩ দফা শর্ত

প্রকাশিত: ০৬:৪৯, ২৫ জুন ২০১৭

কাতারের সার্বভৌমত্ব খর্ব করতেই ১৩ দফা শর্ত

উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলমান কূটনৈতিক সঙ্কট বিস্তারের প্রেক্ষাপটে কাতারকে সৌদি জোটের পক্ষ থেকে শনিবার ১৩ দফা দাবি সম্বলিত একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। খবরÑএএফপি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরের পক্ষ থেকে উত্থাপিত এসব দাবিনামার মূল বিষয় হচ্ছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা, তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়া এবং আলজাজিরা টিভি চ্যানেলের সকল কার্যক্রম বন্ধ করা ইত্যাদি।সৌদি মিত্র জোটের পক্ষ থেকে এই দাবিনামা হস্তান্তর করে এগুলো মেনে নেয়ার জন্য দশদিনের সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছে যে, এই সময়ের মধ্যে এসব দাবি মেনে নিলে কাতারের ওপর আরোপিত প্রায় তিন সপ্তাহের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।প্রতিবেশী দেশগুলো দোহাকে এই হুমকিও দিয়েছে যে, তাদের এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করলে দেশটির ওপর আরোপিত কূটনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা স্থায়ী রূপ লাভ করতে পারে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৃষ্ট এই সঙ্কট ঘনীভূত হওয়ার প্রেক্ষিতে জাতিসংঘ তা নিরসনের লক্ষ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেশী চারটি দেশের পক্ষ থেকে পাঠানো এই দাবিনামার প্রাপ্তি স্বীকার করে বলেছে, ‘বাস্তবসম্মত না হওয়া সত্ত্বেও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এবং উত্থাপিত প্রস্তাবের প্রতি সম্মানার্থে আমরা এগুলো খতিয়ে দেখছি। শীঘ্রই এ বিষয়ে আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।’ এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গার্গেশ বলেছেন, কাতারের কাছে পাঠানো দাবিগুলো সে দেশটির মেনে নেয়া উচিত। এদিকে, উপসাগরীয় সঙ্কট উত্তরণে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োজিত কুয়েতের আমির শেখ সারা আল আহমাদ আল সাবা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। উল্লেখিত ১৩ দফা দাবির গুরুত্বপূর্ণ শর্ত বার্তা সংস্থা আলজাজিরার সম্প্রচার বন্ধ করার দাবিতে সংস্থাটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এতে সংশ্লিষ্ট একজন গণমাধ্যম কর্মীর মতে, এটি স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করা এবং জনগণের তথ্য জানার অধিকারকে স্তব্ধ করার চেষ্টা। আলজাজিরার ইংরেজী বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গিলেস ট্রেন্ডল বলেছেন, ‘জার্মানি যদি কখনও ব্রিটেনকে বিবিসির সম্প্রচার বন্ধ করে দেয়ার দাবি জানায়Ñএটি হবে সে ধরনের (হাস্যকর) দাবি।’ নিষেধাজ্ঞার কথা বলে সৌদি আরব কাতারে খাদ্য সরবরাহের একমাত্র সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে। কাতারের মানবাধিকার কমিটি এই পদক্ষেপকে মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেছে। শনিবার কাতারের সরকারী গণযোগাযোগ দফতর থেকে বলা হয়েছে, কাতারের সার্বভৌমত্ব খর্ব করে আমাদের পররাষ্ট্র নীতির ওপর বাইরের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার অভিপ্রায় এই ১৩ দফা দাবিনামার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। কাতারের সামাজিক যোগাযোগ মাধ্যম ১৩ দফা দাবিনামা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছে। এসবের প্রেক্ষিতে আনোয়ার গার্গেশ বলেন, কাতারী ভাইদের বুঝতে হবে যে, এই সঙ্কটের সমাধান তেহরান, বৈরুত, আঙ্কারা, পাশ্চাত্যের কোন রাজধানী বা কোন সংবাদমাধ্যমের হাতে নেই বরং প্রতিবেশী দেশগুলোর আস্থা অর্জনের মধ্যেই কেবলমাত্র এই সঙ্কটের সমাধান নিহিত আছে।
×