ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাক উল্টে নিহত ১৬

প্রকাশিত: ০৬:২২, ২৫ জুন ২০১৭

ট্রাক উল্টে নিহত ১৬

জনকণ্ঠ ডেস্ক ॥ রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ১৬ নিহত ও ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত সাতজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায়। তাদের অধিকাংশ গার্মেন্টস শ্রমিক। ঈদের ছুটিতে তারা বাড়ি যাচ্ছিলেন। নিহতদের মধ্যে এক মেয়েশিশু ও তিন নারী। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে মাগুরায় শিশুসহ দুজন, ময়মনসিংহের ভালুকায় দুই, গাইবান্ধায় বাসচালক এবং রাজশাহীতে এক শ্রমিক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ৫০ জনের মতো যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল। পীরগঞ্জের কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত এবং ১৭ জন আহত হন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রবিউল ইসলাম, নাশিদা আক্তার, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, আনিছুজ্জামান, সুপর্ণা, কোহিনুর ইসলাম, শহীদুল ইসলাম, মজনু মিয়া, সাদ্দাম হোসেন, মুনির হোসেন, রফিকুল ইসলাম ও খলিল মিয়া। তারা বাসের টিকেট না পেয়ে সিমেন্ট বোঝাই ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন। আহতরা জানান, ট্রাকটি হেলপার চালাচ্ছিল। ড্রাইভার ঘুমাচ্ছিল। দুর্ঘটনার পর ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সুলতান রেজা খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহত ও আহতদের উদ্ধার করে। লাশগুলো পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে হতাহতদের পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের পাঁচ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্তের জন্য বিআরটিএ’র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুছকে দায়িত্ব দেয়া হয়েছে। পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, হাইওয়ে সহকারী পুলিশ সুপার ধীরেন্দ্র চন্দ্র মাহাতি এবং তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল বাকিকে সদস্য করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। নিহতদের বেশির ভাগের বাড়ি কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারি গ্রামে। তারা গাজীপুরে তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি যাচ্ছিলেন। মাগুরায় শিশুসহ দুজন নিহত শনিবার বিকেল তিনটার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদায় পিকআপ চাপায় আব্দুর শহীদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার রাঘবদাইড় ইউপির পাকা কাঞ্চনপুর গ্রামে। অন্যদিকে বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার আঠারোখাদায় নছিমন চাপায় অজ্ঞাত এক শিশু (৭/৮) নিহত হয়েছে। অজ্ঞাত শিশুটিকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে শ্রমিক নিহত পুঠিয়ার মাইপাড়া বাজার সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ফিরোজ আহমেদ (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি চারঘাটের জয়পুর গ্রামের ইনছার আলীর ছেলে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ভালুকায় দুজন নিহত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর সদরের থানার মোড় খান মার্কেটের সামনে শনিবার সকালে রাস্তা পার হতে গিয়ে লেগুনা চাপায় ঢুলিভিটা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আনোয়ারা খাতুন (৭০) নিহত হয়েছেন। এছাড়া সকালে ভালুকা-গফরগাঁও সড়কের চান্দরাটি পল্টনমোড় এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় পাগলা থানার সতের বাড়ি গ্রামের মাকসুদা (২৪) নামে এক মহিলা নিহত হন। গোবিন্দগঞ্জে চালক নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোয়ালিয়া চক্ষু হাসপাতাল এলাকায় শনিবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক রানা মিয়া (২৮) নিহত এবং সাতজন আহত হয়েছেন। নিহত বাসচালক রানা মিয়া গোবিন্দগঞ্জের হামিদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। জানা যায়, সকালে চক্ষু হাসপাতাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী সূর্য্য পরিবহনের নৈশকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পাকুন্দিয়ায় আহত ১৫ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া কোয়েতি মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরে চারজন নিহত কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছে। শনিবার দুপুরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন পুরুষ ও একজন মহিলা। তাদের মধ্যে একজনের নাম আবু বকর (৩০)। বাকি দুজন অজ্ঞাত। অপরজন অজ্ঞাত মহিলা (২৫)। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার এসআই মোঃ কাউছার ও স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ১২ যাত্রী আহত হয়। আহতদের শহীদ তাজউদ্দীন হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এক মহিলা ও অজ্ঞাত দুই পুরুষকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আবু রকর ও ফরিদাকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপালে রেফার্ড করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আবু বকরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
×