ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

প্রকাশিত: ২৩:০৩, ২৪ জুন ২০১৭

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৫ গুরুতর আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া কোয়েতি মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, রাতে ৪৫ জন যাত্রী নিয়ে ট্রাষ্ট ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো-ব-১১-৮৫০৬) নামের একটি রিজার্ভ বাস ঢাকা থেকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যাচ্ছিল। পথিমধ্যে জেলার পাকুন্দিয়ার কোদালিয়া কোয়েতী মসজিদ মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার দুপুর নাগাদ স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় দুর্ঘনাকবলিত বাসটি উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
×