ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেশবপুরে ক্লিনিক মালিকের এক মাসের জেল

প্রকাশিত: ২১:৪১, ২৪ জুন ২০১৭

কেশবপুরে ক্লিনিক মালিকের এক মাসের জেল

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ আজ শনিবার দুপুরে কেশবপুরের ব্যাপক আলোচিত ক্লিনিক ব্যবসায়ী রবিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। কেশবপুর হাসপাতাল গেটে নির্মানাধীন ভবনে তার মর্ডান ক্লিনিকে প্রায় এক ঘন্টাব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগির সেবা প্রদান করা চিত্র দেখে ক্লিনিক মালিক রবিউল ইসলামকে এই সাজা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, নির্মানাধীন ভবনে মর্ডান ক্লিনিকে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিবেশ নেই। রোগিদের জন্য স্বাস্থ্য সম্মত পরিবেশ নেই। প্রতিটি রোগির জন্য ৮০ বর্গমিটার জায়রার প্রয়োজন কিন্তু তা নিশ্চিন করা হয়নি। অপারেশন থিয়েটারে পরিবেশ খুব খারাপ। অপারেশন করা রোগিদের যত্রতত্র রেখে চিকিৎসা করা হচ্ছে। একজন ডাক্তার সার্বক্ষনিক থাকার কথা থাকলেও কোন ডাক্তার পাওয়া যায়নি। মূল্য তালিকা ঝুলিয়ে রাখা হয়নি। ডাক্তারদের স্বাস্থ্যকর চেম্বার নেই। এছাড়া লাইসেন্সের শর্ত ভঙ্গ করা হয়েছে। এ সকল অপরাধে ক্লিনিক মালিক রবিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টে অন্যদের ভেতর উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ আবু শাহিন, সেনেটারী পরিদর্শক সুশান্ত দত্ত ও থানার পুলিশ ফোর্স।
×