ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেউলিয়া বরিস বেকার

প্রকাশিত: ০৭:২১, ২৪ জুন ২০১৭

দেউলিয়া বরিস বেকার

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিসের কিংবদন্তি জার্মান তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের আদালত। দীর্ঘদিন ধরেই ঋণে জর্জরিত ছিলেন তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন বেকার। গ্র্যান্ডসø্যাম জয়ী নোভাক জোকোভিচের সাবেক কোচ ও টিভি ধারাভাষ্যকার ৪৯ বছর বয়সী বেকার বিবিসিসহ অন্যান্য মিডিয়ারও বিশ্লেষক ছিলেন। বেসরকারী ঋণদাতা সংস্থা আরবাথনট ল্যাথাম এ্যান্ড কোং থেকে ২০১৫ সালে ঋণ নিয়ে তা আর সময় মতো পরিশোধ করতে পারেননি। আদালতের কাছে বেকারের আইনজীবী আরও ২৮ দিন সময় চেয়েছিলেন? কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে। যদিও বেকারের সামনে ঋণ শোধ করার একটা শেষ সুযোগ রয়েছে। মালোরকায় বেকারের প্রায় ৭ মিলিয়ন ইউরোর সম্পত্তি রয়েছে? সেটা বন্ধক রেখেই ঋণমুক্ত হতে পারেন তিনি। টেনিসের সাবেক এক নম্বর তারকার আইনজীবী জন ব্রিগসের মতেÑ এ চুক্তিটা স্পেনের আদালত মাস খানেকের মধ্যেই অনুমোদন করবে। জার্মানি মিশনে তিন শূটার স্পোর্টস রিপোর্টার ॥ জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়েছে শূটিংয়ের আসর ‘আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। এতে অংশ নেবে বাংলাদেশের তিন কিশোর শূটার রবিউল ইসলাম, আবু সুফিয়ান ও আবদুল লতিফ। বৃহস্পতিবার সকালে এই তিন শূটার বিমানযোগে ঢাকা ছাড়ে। এরা অংশ নেবে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে।
×