ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোহলির বক্তব্য ও বোর্ডের সতর্ক বার্তা

প্রকাশিত: ০৭:২০, ২৪ জুন ২০১৭

কোহলির বক্তব্য ও বোর্ডের সতর্ক বার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধান কোচ অনীল কুম্বলের পদত্যাগকে ঘিরে ভারতীয় ক্রিকেট এখন উত্তপ্ত। ইস্তফাপত্রে তিনি পরিষ্কার জানিয়েছেন, অধিনায়ক চাননি বলেই সরে যেতে বাধ্য হয়েছেন। চরম বিতর্কিত বিষয়ে প্রথম মুখ খুললেন বিরাট কোহলি। কুম্বলের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি। অন্যদিকে ভবিষ্যতের জন্য অধিনায়ক কোহলিকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের ক্ষত নিয়ে ভারত এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলছে। সেখানেই সংবাদ মাধ্যমকে কোহলি বলেন, ‘অনীল ভাইয়ের সিদ্ধান্তকে সম্মান জানাই। দেশের প্রতি তার অবদান অপরিসীম।’ গত বছর কোচের দায়িত্ব নেয়ার পর তার অধীনে ভারত কোন সিরিজ হারেনি। দেশ-বিদেশে পেয়েছে টানা জয়। ব্যাপক আলোচিত কুম্বলের পদত্যাগ প্রসঙ্গে অধিনায়ক কোহলি আরও যোগ করেন, ‘অনীল ভাই তার নিজের বক্তব্য জানিয়েছে। এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকের উচিত তার সিদ্ধান্তকে সম্মান জানানো।’ সংবাদ মাধ্যমে প্রকাশ হয়ে পড়া পদত্যাগপত্রে দেখা যায় সেখানে কুম্বলে লিখেছেন, ‘বিসিসিআইয়ের মাধ্যমে জানতে পারলাম, আমার কোচিংয়ের ধরন নিয়ে আপত্তি ছিল অধিনায়ক কোহলির। কোচ হিসেবে সে আর আমাকে চাইছিল না। বিষয়টা জেনে বেশ অবাক হয়েছি। আমাদের জুটি আর এগিয়ে নেয়া ঠিক হবে না। তাই আমি মনে করি সরে দাঁড়ানোটাই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। নিরন্তর সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেটের অসংখ্য সমর্থককে ধন্যবাদ জানাই।’ উল্লেখ্য, ৩০ জুন পর্যন্ত মেয়াদ থাকলেও ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরপরই সরে দাঁড়ান কুম্বলে। সংবাদ মাধ্যমের খবর, ফাইনালের আগে কোচের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন অধিনায়ক। কোচকে উদ্দেশ করে কোহলি বলেছিলেন, ‘বুঝতে পারছেন না দলের কেউ আপনাকে পছন্দ করে না।’ জবাবে কুম্বলে বলেন, ‘অনেক হয়েছে, আর নয়।’ ওদিকে এই ঘটনার পর অধিনায়ক কোহলিকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে বিসিসিআই। স্থানীয় সংবাদ মাধ্যমকে বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘এটা কোহলিকে বুঝতে হবে যে, কোচকে (কুম্বলে) পদত্যাগে বাধ্য করতে ভেটো পাওয়ার ব্যবহার করেছে সে। এবার অধিনায়ক হয়ে দলের জন্য সাফল্য নিয়ে আসতে হবে। তাকেই নিশ্চিত করতে হবে দলের সাফল্য। হয় এবার পারফর্ম কর, না হলে পরিণতির জন্য তৈরি থাক।’ আরেকটি সূত্রে জানা যায়, ‘বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির (সিএসি) সঙ্গে কোচের পদে কুম্বলেকে নিয়ে নিজের আপত্তির কথা জানানোয় কোহলির ওপর নাখোশ তিন গ্রেট শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণের সমন্বয়ে গঠিত সিএসি। তারা কোহলির এমন দাবিতে বিব্রত ছিলেন। তাই পরবর্তীতে কোচ নিয়োগে তারা অধিনায়কের মতামত নেবেন না।’ কুম্বলের পদত্যাগে দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া হয়। গ্রেট সুনীল গাভাস্কারসহ অনেক সাবেক তারকা এটিকে ভারতীয় ক্রিকেটের জন্য কালো অধ্যায় বলে অভিহিত করেন। তাদের যুক্তি অধিনায়কের চাপে কুম্বলের মতো একজন মানুষের সরে যাওয়া মোটেই ভাল লক্ষণ নয়। এ ধারা বাজে উদাহরণ সৃষ্টি করল বলেই মনে করেন তারা। নতুন কোচ হতে বিরেন্দর শেবাগ, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবাস, টম মুডিসহ অনেকে আবেদন করেছেন।
×