ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও পেছাচ্ছে সাফ ফুটবল

প্রকাশিত: ০৭:১৯, ২৪ জুন ২০১৭

আবারও পেছাচ্ছে সাফ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও পিছিয়ে গেল ‘সাফ সুজুকি কাপ’। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই ফুটবল আসর বারবার পেছানোতে অনিশ্চয়তার মুখে পড়েছে সাফের দশম আসর। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ‘এবার প্রস্তাব করা হয়েছে ২০১৮ সালের মে’তে সাফ আয়োজনের। তবে সেটিও নির্ভর করছে ভারতের ওপর। তারা সম্মতি দিলেই কেবল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।’ সাফের এবারের আসর অনুষ্ঠিত হবে ঢাকায়। এর আগে দুবার সাফের আয়োজক হয়েছিল বাংলাদেশ। সেটা ২০০৩ এবং ২০০৯ সালে। ২০০৩ আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। মূলত ভারতের কারণেই বারবার পিছিয়ে যাচ্ছে সাফ ফুটবল। এর আগে নবেম্বর থেকে ডিসেম্বর হয়ে মার্চ-এপ্রিলে টুর্নামেন্টের নতুন সময় নির্ধারণ হয় একমাত্র ভারতের জন্যই। আইএসএল নিয়ে তাদের ব্যস্ত সময়ের কারণে এর আগে সাফে অংশ নিতে পারবে না এমনটাই জানিয়েছিল তারা। তবে ভারত অংশ না নিলে সাফ গুরুত্ব হারাবে, বিষয়টা শুধু এমন নয়। মূলত সাফের স্পন্সর করে ভারতীয় পৃষ্ঠপোষক কোম্পানিগুলো। যে কারণে তাদের বাদ দিলে অর্থ সঙ্কটে পড়বে আয়োজকরা। ভারতের অনুরোধ ছিল, যেন আগামী বছরের জুনে আয়োজিত হয় সাফ ফুটবল। পরে ভারতীয় ফুটবল ফেডারেশনকে মে’তে টুর্নামেন্ট করার প্রস্তাব করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। বিষয়টি নিয়ে এখন দু’পক্ষের আলোচনা চলছে। হেলাল আশাবাদী ২০১৮ সালের মে’র প্রথমদিকেই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে। চলতি বছরেই শেষ হবার কথা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। হেলালের আশ্বাসÑ আগামী বছর পর্যন্ত চুক্তি নবায়ন করতে সক্ষম হবেন তারা। ওপেন ফিদে রেটিং দাবা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার ‘এ’ গ্রুপের খেলা আগামী ১৫ জুলাই এবং দাবা ফেডারেশনের দাবা কক্ষে এবং ‘বি’ গ্রুপের খেলা একইদিনে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটরিয়ামে শুরু হবে। ‘এ’ গ্রুপের জন্য ২০০০+ রেটেড এবং ‘বি’ গ্রুপের জন্য ২০০০-এর নিচে রেটিংপ্রাপ্ত এবং রেটিংবিহীন দাবাড়ুরা এ দুটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের নির্ধারিত এন্ট্রি ফিসহ আগামী ১৩ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে নাম জমা দিতে হবে। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং ‘এ’ গ্রুপের বিজয়ীদের নগদ সাড়ে তিন লাখ এবং ‘বি’ গ্রুপের দেড় লাখ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
×