ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেস্টেও অধিনায়ক হচ্ছেন সরফরাজ

প্রকাশিত: ০৭:১৯, ২৪ জুন ২০১৭

টেস্টেও অধিনায়ক হচ্ছেন সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ সরফরাজ আহমেদের সময়টা যেন ঘোরের মধ্যে কাটছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এত প্রাপ্তির কথা হয়ত তিনি নিজেও ভাবেননি। ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম আইসিসির টুর্নামেন্টেই বাজিমাত করেছেন। অষ্টম আসরে এসে প্রথমবারের মতো পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দিয়েছেন। ইংল্যান্ড থেকে দেশে ফিরে বীরের মর্যাদায় সম্মাননা পেয়েছেন, সরকারের তরফ থেকে কাড়ি কাড়ি টাকা। টি২০তে আগে থেকেই ছিলেন, এবার টেস্ট অধিনায়কেরও দায়িত্ব পেতে যাচ্ছেন ৩০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান। অর্থাৎ তিন ফরমেটে সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সরফরাজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবে পিসিবির এক কর্তা জানিয়েছেন এটি বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার, চেয়ারম্যান শাহরিয়ার খান ফিরলেই চূড়ান্ত ঘোষণা। ওই কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটা এখন কেবল বোর্ড চেয়ারম্যানের দেশে ফিরে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার ব্যাপার। সিদ্ধান্ত ইতোমধ্যেই নেয়া হয়ে গেছে এবং এটাই চূড়ান্ত। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহর ডেপুটি হিসেবে নিয়োগ পাওয়া সরফরাজ টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করবেন।’ বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ এশিয়া কাপ (টি২০ ফরমেটে) ও একই বছর ভারতের টি২০ বিশ্বকাপে ভরাডুবির পর দল থেকেই বাদ পড়েন সে সময়ের অধিনায়ক শহীদ আফ্রিদি। তখনই ছোট্ট ফরমেটের দায়িত্ব পান সরফরাজ। আর টানা ব্যর্থতায় ফেব্রুয়ারিতে আজহার আলিকে সরিয়ে ওয়ানডে অধিকনায়ক করা হয় তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে অবসর নেন টেস্ট ক্যাপ্টেন মিসবাহ-উল হক। ওই সিরিজে তার ডেপুটির দায়িত্বে থাকা সরফরাজের কাঁধেই আভিজাত্যের সাদা পোশাকের গুরুভার উঠতে যাচ্ছে। মিসবাহ অবসর নেয়ায় টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিলেন সরফরাজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের আনুষ্ঠানিক ঘোষণাটাই কেবল বাকি। পিসিবি কর্তার বক্তব্য অনুযায়ী ইংল্যান্ডে আইসিসির সভা শেষে দেশে ফিরেই ঘোষণাটা দেবেন শাহরিয়ার। মিসবাহ সাত বছর পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দেন এবং নিজ দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন তিনি। প্রথমবারের মতো দলকে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে নিয়েছিলেন। ২০১০ সালের শেষদিকে দায়িত্ব গ্রহণ করার ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলা পর্যন্ত এ পদে বহাল ছিলেন তিনি। পাকিস্তান দলের পরবর্তী টেস্ট এসাইনমেন্ট শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের সংযুক্ত আরব আমিরাতে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করবে পাকিস্তান। সরফরাজ বলেন, ‘সংবাদ মাধ্যমেই খবরটা দেখলাম। আমি সম্মান জানাচ্ছি পিসিবিকে, যারা নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে আমার ওপর বিশ্বাস রাখছে। প্রকৃতপক্ষে এটা একটা কঠিন কাজ। কিন্তু একই সময় ক্রিকেটীয় জীবনে দারুণ কিছু সুযোগ এনে দেয় নেতৃত্ব। সুতরাং অধিনায়ক হিসেবে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।’ নিজের ওপর আস্থা রেখেই তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বিশ্বাস করি যে দলে অবদান রাখতে আমার সামর্থ্য রয়েছে। আমি সবসময় আমার ভূমিকা পালন করে যাই, সেটা উইকেটরক্ষক, ব্যাটসম্যান কিংবা অধিনায়ক হিসেবে হোক। সামনে থেকেই দলকে নেতৃত্ব দিতে পছন্দ করি।’
×