ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ আটে ফ্রেঞ্চকন্যা মাদেনোভিচ

প্রকাশিত: ০৭:১৮, ২৪ জুন ২০১৭

শেষ আটে ফ্রেঞ্চকন্যা মাদেনোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ চূড়ান্ত হয়ে গেছে ‘লন টেনিসের বিশ্বকাপ’ খ্যাত উইম্বল্ডন টেনিসের ওয়ার্মআপ টুর্নামেন্ট বার্মিংহাম ওপেনের মহিলা এককের কোয়ার্টার ফাইনালের লাইনআপ। আগের দিনের চারজনের পর এবার শেষ আটে নাম লেখালেন আরও চার টেনিস খেলোয়াড়। এরা হলেন ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ, স্পেনের গারবিন মুগুরুজা, যুক্তরাষ্ট্রের কোকো ভ্যান্ডেওয়েঘে এবং ইতালির ক্যামিলা গিওর্গি। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে পঞ্চম বাছাই মাদেনোভিচ ঘাম ঝরিয়ে হারান চীনের ঝ্যাং শুয়াইকে ৬-৪, ৭-৬ (৭-৩) সেটে। ষষ্ঠ বাছাই মুগুরুজা ৫-১, ৬-৪ সেটে হারান যুক্তরাষ্ট্রের এ্যালিসন রিস্কেকে। কোকো ৬-১, ৬-৩ সেটে চতুর্থ বাছাই গ্রেট ব্রিটেনের জোহানা কন্টাকে হারিয়ে অঘটন ঘটান। একই কাজ করেন ক্যামিলাও। তিনি ৬-৪, ৪-৬, ৬-২ গেমে দ্বিতীয় বাছাই ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে পরাভূত করেন। এই ম্যাচে হিল ইনজুরিতে পড়েন ২২ বছর বয়সী এলিনা। তারপরও অতিকষ্টে ম্যাচ চালিয়ে যান তিনি। পরে এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসক জানান, এই চোট সারতে কয়েক সপ্তাহ লাগবে, ফলে আগামী ৩ জুলাই থেকে অনুষ্ঠিতব্য উইম্বল্ডন ওপেনে অংশ নিতে পারবেন না তিনি। এর ফলে হতাশা ব্যক্ত করেন এলিনা, ‘আমার ইনজুরির যে অবস্থা তাতে আমি ৫০ শতাংশ খেলার মতো ফিট। কিন্তু এ নিয়ে কোর্টে নামলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। কাজেই ইচ্ছে থাকলেও উইম্বলডনে খেলতে পারছি না। এ জন্য আমি ভীষণ হতাশ।’ কোয়ার্টারে এখন মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা-অস্ট্রেলিয়ার ডারিয়া গাভ্রিলোভা, ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ-চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, স্পেনের গারবিন মুগুরুজা-যুক্তরাষ্ট্রের কোকো ভ্যান্ডেওয়েঘে এবং অস্ট্রেলিয়ার এ্যাশলে বাটি- ইতালির ক্যামিলা গিওর্গি। দু’বারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন কেভিতোভার বিপক্ষে কোয়ার্টারে সবচেয়ে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে ক্রিস্টিনাকে। দ্বিতীয় রাউন্ডে চীনের শুয়াইকে হারানোর পর তিনি বলেন, ‘ঘাসের কোর্টে খেলাটা বরাবরই চ্যালেঞ্জের। আমি আজ জিতলেও বেশ নার্ভাস ছিলাম। এখানে একটু ভুল করলেই প্রতিপক্ষ সেটার ফায়দা লুটে নেবে। প্রতিটি সেটেই আমাকে পয়েন্ট পেতে অনেক সংগ্রাম করতে হয়েছে। ঝ্যাং দারুণ খেলেছে। শেষ পর্যন্ত জিতে অনেক ভাল লাগছে।’ তিনি আরও যোগ করেন ‘কেভিতোভাকে আবারও অনেকদিন পর টেনিসে ফিরতে দেখে ভাল লাগছে। তিনি অসম্ভব ভাল খেলোয়াড়। ঘাসের কোর্টে অপ্রতিরোধ্য। সেই সঙ্গে একজন ভাল মানুষও। তাকে হারানো কঠিন। তবুও আমি নিজের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব।’ ২৪ বছর বয়সী ক্রিস্টিনা থাকেন দুবাইয়ে। ৬ ফুট দেড় ইঞ্চির অধিকারী ক্রিস্টিনার পেশাদার টেনিসে প্রবেশ ২০০৯ সালে। এ পর্যন্ত ২৫৯ ম্যাচে জয়ের বিপরীতে হেরেছেন ২০৯ ম্যাচে। ক্যারিয়ারে এ পর্যন্ত জিতেছেন ১টি ডব্লিউটিএ এবং ১টি আইটিএফ শিরোপা। এখনও কোন গ্র্যান্ডসø্যাম জেতেননি। সেরা নৈপুণ্য ২০১৫ ইউএস ওপেন এবং ২০১৭ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টারে খেলা। এখন দেখার বিষয় বার্মিংহাম ওপেনের সেমিতে উঠতে তিনি ফেভারিট চেককন্যা কেভিতোভাকে হারাতে পারেন কি না।
×