ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাস্তার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৮, ২৪ জুন ২০১৭

রাস্তার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ জুন ॥ শুক্রবার বিকেলে আত্রাইয়ে রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ২০ গ্রামের বিক্ষুব্ধ মানুষ। আত্রাই থানা ভবনের পশ্চিম পাশ দিয়ে যে রাস্তাটি নাটোর পর্যন্ত গিয়েছে, ওই রাস্তার প্রবেশমুখে থানার সীমানা প্রাচীর নির্মাণের কারণে রাস্তার মুখ সঙ্কুচিত হয়ে যায়। ফলে বড় ধরনের যানবাহন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এ কারণে ২০ গ্রামের কয়েক হাজার মানুষের ব্যবসা বাণিজ্য ও চলাচল বিঘিœত হচ্ছে। রাস্তাটি সরকারী নক্সায় ৩৫ ফুট প্রশস্ত থাকলেও জবরদখল করে বর্তমানে মাত্র আট ফুটে পরিণত হয়েছে। তাই এ রাস্তা প্রশস্তকরণের দাবিতে গ্রামবাসীরা আত্রাই থানার সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় জেলা পরিষদের সদস্য এমএ মজিদ মিঠু, আত্রাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামত আলী বাবু, প্রবীণ সাংবাদিক রফিকুলবারী জুবেরী, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, আবদুল মান্নানসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মোরায় নিখোঁজ ৫৩ মাঝিমাল্লার পরিবারকে সহায়তা নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ২৩ জুন ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে মহেশখালী উপজেলার ৫টি ফিশিং ট্রলারের নিখোঁজ ৫৩ মাঝিমাল্লার প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার সকাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাকিবুল হাসান সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেনÑ স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ পৌর মেয়র আলহাজ মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম আজিজুর রহমান বিএ, সাবেক বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদসহ নিখোঁজ মাঝিমাল্লার পরিবারের সদস্যরা। নিজের ফাঁদেই প্রাণ গেল কৃষকের নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৩ জুন ॥ শুক্রবার ভোরে সদর উপজেলার নরসিংহাটি গ্রামে নিজের পাতা ফাঁন্দে পড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আসলাম মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উক্ত গ্রামের ফুল মিয়ার ছেলে। জানা গেছে, সদর উপজেলার নরসিংহাটি গ্রামে চোর ধরতে কৃষক আসলাম মিয়া গোয়ালঘরে টিনের দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রাখেন। দরজায় জোরে শব্দ হলে তিনি দৌড়ে গোয়ালঘরে গিয়ে দরজায় হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে অনা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×