ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে মাদক ত্যাগকারীদের পুনর্বাসনে ‘নতুন জীবন’

প্রকাশিত: ০৭:০৮, ২৪ জুন ২০১৭

রাজশাহীতে মাদক ত্যাগকারীদের পুনর্বাসনে ‘নতুন জীবন’

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাদক পরিত্যাগকারীদের পুনর্বাসনে এবার ‘নতুন জীবন’ প্রকল্প হাতে নিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। প্রায় এক বছর ধরে নগরীতে মাদক নির্মূল ও পুনর্বাসনের কাজ করছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এ কাজের প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবার গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে স্বেচ্ছাসেবী সমিতি। শীঘ্রই ‘নতুন জীবন’ নামে এ সমিতি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মাদক নির্মূলে আরএমপি কাজ করছে জানিয়ে কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ চলছে। মাদক বিক্রেতাদের মাদক পরিত্যাগে উদ্বুদ্ধ করা হচ্ছে। মাদক পরিত্যাগকারীদের সাধ্যমতো পুনর্বাসিত করা হচ্ছে। এ কাজ চলমান রাখতেই সমিতি গড়ে তোলা হচ্ছে। এ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এ উদ্যোগ। তবে মাদক বিক্রেতাদের সঙ্গে কতিপয় পুলিশ সদস্যের সখ্যের কথা স্বীকার করে কমিশনার বলেন, সর্ষের ভেতর ভূত আছে। আমরা আগে সর্ষেকে ভূতমুক্ত করব। তা না হলে আমরা সমাজকে সেবা দিতে পারব না। এসময় পুলিশের মাদক বিরোধী কার্যক্রম ইতিবাচকভাবে সবার সামনে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান কমিশনার। জানা যায়, গত বছরের ১৮ জুন আরএমপি কমিশনার হিসেবে যোগদান করেন শফিকুল ইসলাম বিপিএম। এরপর থেকে বিট পুলিশ, অভিযোগ বক্স-মোবাইল এ্যাপসসহ বিভিন্ন কার্যক্রমে হাত দেন তিনি। এরই অংশ হিসেবে গত বছরের ১০ জুলাই থেকে মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান শুরু করে নগর পুলিশ। প্রথম দিকে মাদক পরিত্যাগে তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের সময় বেঁধে দেয়া হয়। এরপর থেকে বিভিন্ন সময় আনুষ্ঠানিকভাবে মাদক পরিত্যাগ করেন রাজশাহীর প্রায় ৩০০ মাদক বিক্রেতা। এদের মধ্যে নানাভাবে পুনর্বাসন করা হয় ৮০ জনকে। কুমিল্লায় ককটেল বিস্ফোরণে কিশোর আহত নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ জুন ॥ ককটেল বিস্ফোরণে নায়েম নামে এক কিশোর আহত হয়েছে। শুক্রবার দুপুরে জেলার বুড়িচং উপজেলা সদরে এ ঘটনা ঘটে। নায়েমকে অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নায়েম জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। জানা যায়, নায়েম (১৫) একজন টোকাই। শুক্রবার দুপুর দেড়টার দিকে সে বুড়িচং উপজেলা সদরের অগ্রণী ব্যাংকের পেছনে কাগজপত্র ও বিভিন্ন মালামাল কুড়িয়ে বস্তায় ভর্তি করার সময় হঠাৎ বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সে গুরুতর আহত হয়। পুলিশ জানায়, প্রথমে তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×