ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

বৈজ্ঞানিক কর্মকর্তাসহ নিহত আট

প্রকাশিত: ০৭:০৭, ২৪ জুন ২০১৭

বৈজ্ঞানিক কর্মকর্তাসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন। বগুড়ায় পৃথক দুর্ঘটনায় ৫ জন, সৈয়দপুরে ভ্যানচালক ও গোপালগঞ্জে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ মোহনপুরে সড়ক দুর্ঘটনায় রাজশাহীর সাইন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনসুর আলী (৫৪) নিহত হয়েছেন। শুক্রবার সকালে মোহনপুরের বিদ্যাধরপুর কালিতলা ব্রিজের কাছে তার প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত প্রাইভেট কারের চালক শরিয়ত হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ড. মনসুর আলী নওগাঁ জেলার ধামইরহাটের আক্কেল আলীর ছেলে। মনসুর আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজস্ব বাড়িতে বসবাস করতেন। আর আহত গাড়ি চালক শরিয়ত হোসেন রাজশাহী নগরের শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার মৃত আজাহার হোসেনের ছেলে। জানা গেছে, যাকাতের কাপড় নিয়ে গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন ড. মনসুর আলী। পথে রাজশাহীর মোহনপুর এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কারটি দুমড়ে মুচড়ে গিয়ে ড. মনসুর আলী ও চালক শরিয়ত হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে পাঠায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক ড. মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। বগুড়া ॥ শুক্রবার বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। নিহদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বাসের হেলপার প্রকাশ (২৫) ও ভ্যানচালক অনিল চন্দ্র (৪০)। এর মধ্যে দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। বিকেল পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়। আহতদের ৪ জন বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, এইচ এন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। দুপুর দু’টার দিকে হাজীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন মারা যায়। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। দুর্ঘটনার কারণে ওই সড়কের দীর্ঘ সময় যানচলাচল ব্যহত হয়। অপরদিকে ভোরে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের নওদাপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার প্রকাশ মারা যায়। এছাড়া দুপুরে বগুড়া-নাটোর সড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় রিক্সাভ্যান রাস্তা থেকে নিচে খাদে পড়ে ভ্যানচালক আহত হয়। পরে তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। নীলফামারী ॥ সড়ক দুর্ঘটনায় আলম উদ্দিন (৪০) নামে এক ভ্যানচালক নিহত ও এক ভ্যান যাত্রী আহত হয়েছেন। রংপুর-সৈয়দপুর মহাসড়কের কামারপুকুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আলমের বাড়ি রংপুরের পাগলাপীর এলাকার নেকীরহাট গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় চিকলী বাজার এলাকায় সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক ও ভ্যানে থাকা এক যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালকের মৃত্যু হয়। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের চর প্রসন্নদীতে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ১ জন আহত হয়েছে। নিহত ও আহতরা দু’জন স্বামী-স্ত্রী। বাড়ি গলাচিপায় বলে জানা গেছে। তারা ইঞ্জিন চালিত একটি নতুন থ্রি-হুইলার গাড়ি কিনে নিয়ে বাড়িতে যাবার পথে খুব ভোরে ঘটনাস্থলে দুর্ঘটনায় পড়ে। তাদের গাড়িটি রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক স্বামী নুরুল ইসলাম (৩০) নিহত হয় এবং স্ত্রী নুরুন্নাহারও (২২) এ সময় মারাত্মক আহত হয়। আহত নুরুন্নাহারকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×