ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাণনাশের হুমকি, পরিবারসহ বাড়িছাড়া

প্রকাশিত: ০৭:০৩, ২৪ জুন ২০১৭

প্রাণনাশের হুমকি, পরিবারসহ বাড়িছাড়া

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৩ জুন ॥ কেরানীগঞ্জে আটিবাজারে সন্ত্রাসীদের ভয়ে পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মিরাজুল আলম মাসুর নামে এক ব্যক্তি। ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে পলাতক অবস্থায় দুঃসহ জীবনযাপন করছেন তিনি। এ অবস্থায় প্রাণের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি ও ঢাকা পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন। সন্ত্রাসী আবু সিদ্দিক ও তার সহযোগীদের একের পর এক হামলা আর হত্যার হুমকিতে আতঙ্কিত হয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলে আবেদনে উল্লেখ করেন। মিরাজুল আলম মাসুর অভিযোগ করেন, পৈত্রিক জায়গা জমি দখল করতে স্থানীয় সন্ত্রাসী আবু সিদ্দিক নানাভাবে তাকে ও তার পরিবারকে হেনস্থা করছে। এমনকি বাড়িতে ঢুকে তার অসুস্থ স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে। তাদের উপর হামলাও হয়েছে বেশ কয়েকবার। সন্ত্রাসীরা তার গরুর ফার্ম ভাংচুর করেছে। এসব ঘটনায় তিনি হাজারীবাগ ও কেরানীগঞ্জ মডেল থানায় দুটি মামলা করেছেন। এরপর আবু সিদ্দিক ও তার সহযোগী সাব্বির আহমেদ নাসিদ, সিফাত আহম্মেদ ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে ভয় আর আতঙ্কে তিনি সপরিবারে আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের বলেন, আসামিরা সবাই আদালত থেকে জামিন নিয়েছেন। কাজেই এ মামলায় তাদের গ্রেফতার করার সুযোগ নেই। সুন্দরগঞ্জে ব্যবসায়ী হত্যার দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ জুন ॥ সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি গ্রামে ক্ষুদ্র ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যাকা- গ্রেফতারকৃত সাবেক ইউপি সদস্য দুদু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্য আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে শুক্রবার চৌমহনী বাজার এলাকায় এক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধের কর্মসূচী পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন নিহত রবিউল ইসলামের স্ত্রী বিলকিছ বেগম, হারুন মিয়া, মাহাবুর রহমান, মোখলেছার রহমান, সাজু মিয়া প্রমুখ। বক্তারা রবিউল ইসলাম হত্যাকা-ের সঙ্গে জড়িত গ্রেফতারকৃত সাবেক ইউপি সদস্য দুদু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্য আসামিদের গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, নিহত রবিউল ইসলামকে গত রবিবার ইফতারের পর কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর দুদিন পর গত মঙ্গলবার ভোরে রবিউল ইসলামের লাশ তার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় ওইদিন রাতে সুন্দরগঞ্জ থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
×