ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ভার্সিটিতে বাজেট ভাবনা

প্রকাশিত: ০৭:০৩, ২৪ জুন ২০১৭

ইস্টার্ন ভার্সিটিতে বাজেট ভাবনা

ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয় ‘শিক্ষার্থীদের জাতীয় বাজেট ২০১৭-১৮ ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। বিশেষ অতিথি ছিলেন আলিফ গ্রুপের চেয়ারম্যন আজিজুল ইসলাম, ইইউ’র সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, রেজিস্ট্রার আবুল বাশার খান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. আশরাফ হোসাইন। অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন ইইউ’র ট্রেজারার সিদ্দীক হোসাইন। স্কুল অব বিজনেসের চেয়ারপার্সন ওলি আহাদ ঠাকুরের সার্বিক ব্যবস্থাপনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। -বিজ্ঞপ্তি মুক্তিযোদ্ধাদের সজাগ সতর্ক থাকতে হবে ॥ চিশতি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং দি ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি বলেছেন, স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা প্রতিরোধে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের অতন্ত্রপ্রহরীর মতো সব সময় সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বৃহস্পতিবার সংসদ কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় এ কথা বলেছেন। মাহবুবুল হক চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। প্রধান অতিথি বলেন, ময়মনসিংহ বিভাগের আরও চার জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গা খুঁজে বের করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ কমান্ডার আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটু ও প্রকৌশলী নজরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুর রহিম।
×