ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনদুর্ভোগ চরমে

নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কের অবস্থা বেহাল

প্রকাশিত: ০৭:০৩, ২৪ জুন ২০১৭

নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কের অবস্থা বেহাল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জুন ॥ জেলা শহরের প্রধান সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিটুমিন ও সুড়কি উঠে গিয়ে গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন খালে পরিণত হয়েছে। জানা গেছে, জেলা শহরের মোক্তারপাড়া সেতু থেকে রাজুরবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত এ সড়কটির দীর্ঘ প্রায় তিন কিলোমিটার। শহরের কাঁচা বাজারসহ সব গুরুত্বপূর্ণ দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং প্রাইভেট হাসপাতালগুলো এ সড়কের পাশে অবস্থিত। এ কারণে সড়কটির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। জেলা সদরের বাইরের বিভিন্ন উপজেলা থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী বাস-ট্রাকও চলে এ সড়কের ওপর দিয়ে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলতি বর্ষা মৌসুমে সড়কটি বেহাল হয়ে পড়েছে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে হাজার হাজার গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে কাদা পানি জমছে। আর যানবাহন চলার সময় তা ছিটকে পড়ছে পথচারীদের গায়ে ও আশপাশের দোকানপাটে। বিশেষ করে শহরের মোক্তারপাড়া, শহীদ মিনার, ছোটবাজার, তেরিবাজার, বারহাট্টা রোড ও রাজুরবাজার এলাকার অবস্থা শোচনীয় পর্যায়ে ঠেকেছে। এসব এলাকায় এখন হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ মাঝে মাঝে ইট, সুড়কি ও বালু দিয়ে গর্তগুলো ভরাট করার চেষ্টা করছে ঠিক, কিন্তু বৃষ্টির কারণে কদিন যেতে না যেতেই তা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। বিশাল বড় বড় গর্তে প্রায় সময় আটকে পড়ছে যানবাহন। মাঝে মাঝে উল্টেও পড়ছে। আর এ কারণে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। ২০-২৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে হচ্ছে কমপক্ষে এক ঘণ্টায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নেত্রকোনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী নূরন নবী জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার এবং সড়কের পাশে ড্রেন নির্মাণের জন্য প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
×