ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বিলবোর্ড ফেস্টুন ভাংচুর

প্রকাশিত: ০৬:৪১, ২৪ জুন ২০১৭

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বিলবোর্ড ফেস্টুন ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ জুন ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বিলবোর্ডসহ দেড় হাজার ফেস্টুন ভাংচুর করা হয়েছে। কুমিল্লা-৫ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার সোহরাব খাঁন চৌধুরীর ঈদ শুভেচ্ছা সম্বলিত এসব বিলবোর্ড ও ফেস্টুন গত দু’দিনে রাতের অন্ধকারে খুলে নিয়ে ভাংচুর ও বিনষ্ট করা হয়। শুক্রবার দুপুরে ব্যারিস্টার সোহরাব খাঁন চৌধুরী অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসন থেকে তিনি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাঁর অনুসারীরা প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু ও তাঁর (সোহরাব খাঁন চৌধুরী) ছবি সম্বলিত বিলবোর্ডসহ দেড় হাজার ফেস্টুন দুই উপজেলার বিভিন্ন স্থানে লাগান। অজ্ঞান পার্টির খপ্পরে বরিশালের লঞ্চযাত্রী স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঈদ-উল-ফিতরের প্রথম যাত্রায় ঢাকা থেকে বরিশালে আসা লঞ্চের যাত্রীরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ত্র খুইয়েছে। যাদের মধ্যে দুইজনকে বরিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শুক্রবার সকালে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে ভর্তি একজনের নাম সিয়াম, সে পিরোজপুরের নেছারাবাদের বাসিন্দা বলে জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির বয়স ৩০ বছর।
×