ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশাল নগরীর কাউনিয়া আবাসিক এলাকার মাঠ এখন ময়লার ভাগাড়

প্রকাশিত: ০৪:১৮, ২৪ জুন ২০১৭

বরিশাল নগরীর কাউনিয়া আবাসিক এলাকার মাঠ এখন ময়লার ভাগাড়

বরিশাল নগরীর কাউনিয়া আবাসিক এলাকার মাঠ এখন ময়লার ভাগাড়। এতে মারাত্মক পরিবেশদূষণের পাশাপাশি দেখা দিয়েছে স্বাস্থ্য সমস্যা। আবাসিক এলাকা থেকে ময়লা-আবর্জনার স্তূপ সরাতে সিটি কর্পোরেশন বারবার আশ্বাস দিলেও তা কার্যকরে কোন উদ্যোগ নেই। সিটি কর্পোরেশনের ফেলা ময়লা-আবর্জনা থেকে শুরু করে হাসপাতালের বর্জ্য, বাদ যায় না কোনকিছুই। যত্রতত্র এভাবে ময়লা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়িয়ে পড়ছে রোগজীবাণু। ভাগাড়ের চারপাশে উঁচু দেয়াল দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি বরং দখল করা হচ্ছে পাশের জমি ও রাস্তা। নষ্ট হচ্ছে ফসলি জমি। দূষিত হচ্ছে খালের পানি। ময়লার কারণে বেড়েছে কুকুরের উতপাত। অনেকে বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। একদিকে বাতাসে ছড়িয়ে পড়া দুর্গন্ধে নাকাল জনজীবন, অন্যদিকে ময়লা পোড়ানোর ফলে যে ধোঁয়ার সৃষ্টি হয় তাতে শিশুদের মারাত্মক শ্বাসকষ্ট হতে পারে বলে জানালেন চিকিৎসকরা। তবে সিটি মেয়র বলছেন, ময়লা ফেলতে আবাসিক এলাকার বাইরে নতুন জায়গা খোঁজা হচ্ছে। সেই সঙ্গে এসব বর্জ্য কিভাবে সার বা গ্যাসে রূপান্তর করা যায়, তা নিয়েও চিন্তা-ভাবনা চলছে। দৈনিক প্রায় এক শ’ টন আবর্জনা ফেলা হয় বরিশাল শহরের এ ভাগাড়ে। দ্রুত আবাসিক এলাকা থেকে এটি অন্য কোথাও সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। -স্টাফ রিপোর্টার
×